বেঙ্গালুরুর অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের সাফল্যের বিবরণ দিতে গিয়ে পাক বিমান ধ্বংসের কথা বলেন বায়ুসেনা প্রধান। ভারত পাকিস্তান সংঘর্ষবিরতিরর পর এই প্রথম পাকিস্তানের বিমানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এত বিস্তারিত তথ্যের উল্লেখ্য করলেন বায়ুসেনা প্রধান। অপারেশন সিঁদুর সম্পর্কেও অনেক বিস্তারিত তথ্য তুলে ধরলেন তিনি।
advertisement
পহেলগাঁওতে হামলার পরে মে মাসের ৭ তারিখেই ওই বাড়িগুলি (যে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত) চিহ্ণিত করেছিল ভারত। উপগ্রহ চিত্রের মাধ্যমেই হামলার সঠিক জায়গা নির্ধারিত করেছিল ভারত। ভারতের হামলায় সন্ত্রাসবাদীদের মৃত্যুর নিশ্চিত খবরও পেয়েছে ভারত। কাউকে বোঝাতে পারিনি যে, দেখুন, আমরা এটি অর্জন করেছি… তাই আমি খুব খুশি যে এই সময় আমরা বালাকোটের সেই ভূতকে মোকাবেলা করতে পেরেছি, আমরা বিশ্বকে বলতে পেরেছি আমরা কী অর্জন করেছি’’
তিনি আরও জানালেন, পাক জঙ্গিঘাঁটিতে হামলার সম্পূর্ণ সমর্থন পেয়েছেন রাজনৈতিকভাবেও। কোনও বাধা ছিল না, জানান তিনি। প্রসঙ্গত, কংগ্রেস নেতা রাহুল গান্ধি কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছিলেন যে সরকার অপারেশন সিন্দুরের সময় সশস্ত্র বাহিনীর “হাত বেঁধে রেখেছিল”। পাশাপাশি বায়ুসেনা প্রধান এও জানান, পাক বিমান ধ্বংসে ভারতের হাতিয়ার ছিল S-400 সিস্টেম।
তিনি জানান, ‘‘আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি একটি চমৎকার কাজ করেছে। S-400 সিস্টেম, যা আমরা সম্প্রতি কিনেছি, একটি গেম-চেঞ্জার হয়েছে। সেই সিস্টেমের পরিসীমা সত্যিই তাদের বিমানকে তাদের অস্ত্র থেকে দূরে রেখেছে, যেমন, তাদের কাছে থাকা দীর্ঘ-পাল্লার গ্লাইড বোমাগুলি, তারা সেগুলির কোনওটিই ব্যবহার করতে পারেনি কারণ তারা সিস্টেমটি ভেদ করতে পারেনি।’’