TRENDING:

দক্ষিণের রাজ্য নিয়ে পৃথক দেশ তৈরি হলে সমর্থন থাকবে : ডিএমকে নেতা স্তালিন

Last Updated:

বিভিন্ন বির্তকের মাঝে জন্ম নিল আরও এক বিতর্ক ৷ সূত্রের দাবি ডিএমকে কার্যকরী সভাপতি এম স্তালিন বলেছেন যদি কখনও দক্ষিণের রাজ্য নিয়ে পৃথক দেশ গড়ার উদ্যোগ নেওয়া হয় তিনি সব সময়েই এমন উদ্যোগকে অভিনন্দন জানাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: বিভিন্ন বিতর্কের মাঝে জন্ম নিল আরও এক বিতর্ক ৷ সূত্রের দাবি ডিএমকের কার্যকরী সভাপতি এমকে স্তালিন বলেছেন যদি কখনও দক্ষিণের রাজ্য নিয়ে পৃথক দেশ গড়ার উদ্যোগ নেওয়া হয় তিনি সব সময়েই এমন উদ্যোগকে অভিনন্দন জানাবেন ৷
advertisement

মূলত, কিছুদিন আগেই একযোগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও অভিযোগ করেছিলেন দক্ষিণের রাজ্যগুলো কেন্দ্রকে যে পরিমাণ কর হিসাবে রাজস্ব দেয় বিনিময়ে অনেক কম সুযোগ সুবিধা পায় ৷

স্তালিনের আরও সংযোজন যদি এমনটাই চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে দক্ষিণের রাজ্যগুলোর সংবেদনশীলতা রক্ষা করতে দক্ষিণের রাজ্যগুলোর একযোগে পৃথক দেশ ‘দ্রাবিড়নাড়ু’ দাবি জানানো উচিৎ ৷ শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিতারামাইয়া চন্দ্রবাবু ও কেশব রাওয়ের সুরে সুর মিলিয়ে বলেছেন রাজ্যের উন্নয়নের জন্য উত্তরের রাজ্যগুলো দক্ষিণের রাজ্যের থেকে বেশি আর্থিক বরাদ্দ পায় এর ফলে দক্ষিণের জনগণের মধ্যে হতাশা সঞ্চারিত হচ্ছে দশকের পর দশক ৷ দক্ষিণের দুই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও চন্দ্রশেখর রাও তাঁদের রাজ্যের উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থের দাবি করেছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

তিনি মনে করেন ডিএমকে নেতা স্তালিনের দ্রাবিড়নাড়ু নিয়ে সওয়াল তাৎপর্যপূর্ণ, ডিএমকের প্রতিষ্ঠা হয় ১৯৪৯, দ্রাবিড়নাড়ুর ইচ্ছা সেই সময় থেকেই সুপ্ত ছিল কিন্তু ১৯৬২ ভারত-চিনের যুদ্ধ সেই ইচ্ছাকে প্রশমিত করতে বাধ্য হয় ৷ দক্ষিণের রাজ্যের মানুষের সাথে উত্তরের রাজ্যের মানুষের গঠনগত ও জিনগত বৈষম্য আছে ৷ ডিএমকের উচিৎ তামিলনাড়ুর বাইরে বেরিয়ে একবার নিজেদের শক্তি পরীক্ষা করা ৷ তাঁরা নিজেদের দাবি অন্য ভাবে প্রকাশ করতে পারে দক্ষিণের রাজ্যগুলোর জন্য কিন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলো অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকাটাই বাঞ্ছনীয় ৷ তারা বরাদ্দ বর্ধিত আর্থিক সহায়তার দাবি জানিয়ে, জনগণকে সুপ্রশসান দিতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দক্ষিণের রাজ্য নিয়ে পৃথক দেশ তৈরি হলে সমর্থন থাকবে : ডিএমকে নেতা স্তালিন