রাহুল গান্ধির ইডি দফতরে হাজিরা নিয়ে সোমবার সরগরম দিল্লি৷ রাহুলকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম পুলিশের হাতে মার খান বলে অভিযোগ। ট্যুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লিখেছেন, মোদি সরকার সমস্ত রকম বর্বরতার সীমা অতিক্রম করে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ মারধর করেছে। তাঁর চশমা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। বাঁদিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে তাঁর। পুলিশের এমনই অবস্থা। কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁর মাথায় লেগেছে ও পাজরের হাড় ভেঙেছে। এটি গণতন্ত্র?
আরও পড়ুন: এসএসসি নিয়ে বিস্ফোরক উপেন্দ্রনাথ বিশ্বাস, কী পোস্ট করেছিলেন তিনি ফেসবুকে
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে সোমবার হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সত্যাগ্রহ মার্চের পরে পায়ে হেঁটেই ইডি দফতরে এদিন হাজির হন রাহুল সোমবার দুপুর ১২টা নাগাদ ইডি-র দফতরে হাজির হন রাহুল। তারপর থেকে দু'দফায় রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মাঝে এক বার সনিয়া গান্ধিকে দেখতে যান রাহুল। সোমবারের জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয় রাতে। মঙ্গলবার ফের ইডির সামনে হাজিরা দিতে হবে রাহুল গান্ধিকে।