TRENDING:

P Chidambaram: ভাল আছেন, আগামিকালই কাজে ফিরবেন, জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম

Last Updated:

P Chidambaram: রাহুল গান্ধির ইডি দফতরে হাজিরা নিয়ে সোমবার সরগরম দিল্লি৷ রাহুলকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম পুলিশের হাতে মার খান বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একদিকে ট্যুইটে বোমা, অন্যদিকে স্পষ্ট বিদ্রূপ৷ সোমবার রাতে ট্যুইট করলেন পি চিদম্বরম৷ জালালেন তিনি ভাল আছেন, আগামিকাল আমার কাজে ফিরবেন৷ চিকিৎসকেরা জানিয়েছেন যদি এটি সামান্য হেয়ারলাইন ক্র্যাক হয়, তাহলে ১০ দিনের মধ্যেই সেরে  যাবে৷ তবে এর পাশাপাশি তিনি এও বলেন, তিনজন পুলিশের ধাক্কার পরেও যে শুধুমাত্র হেয়ারলাইন ক্র্যাক-হয়েছে, এটা ভাগ্যের ব্যাপার৷
P Chidambaram, File Photo
P Chidambaram, File Photo
advertisement

রাহুল গান্ধির ইডি দফতরে হাজিরা নিয়ে সোমবার সরগরম দিল্লি৷ রাহুলকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম পুলিশের হাতে মার খান বলে অভিযোগ। ট্যুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লিখেছেন, মোদি সরকার সমস্ত রকম বর্বরতার সীমা অতিক্রম করে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ মারধর করেছে। তাঁর চশমা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। বাঁদিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে তাঁর। পুলিশের এমনই অবস্থা। কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁর মাথায় লেগেছে ও পাজরের হাড় ভেঙেছে। এটি গণতন্ত্র?

advertisement

আরও পড়ুন: এসএসসি নিয়ে বিস্ফোরক উপেন্দ্রনাথ বিশ্বাস, কী পোস্ট করেছিলেন তিনি ফেসবুকে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে সোমবার হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সত্যাগ্রহ মার্চের পরে পায়ে হেঁটেই ইডি দফতরে এদিন হাজির হন রাহুল  সোমবার দুপুর ১২টা নাগাদ ইডি-র দফতরে হাজির হন রাহুল। তারপর থেকে দু'দফায় রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মাঝে এক বার সনিয়া গান্ধিকে দেখতে যান রাহুল। সোমবারের জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয় রাতে। মঙ্গলবার ফের ইডির সামনে হাজিরা দিতে হবে রাহুল গান্ধিকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
P Chidambaram: ভাল আছেন, আগামিকালই কাজে ফিরবেন, জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল