সূত্রের খবর, এবার হায়দরাবাদে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আইসিস জঙ্গিদের। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ বড় পরিকল্পনা ভেস্তে দেয়। গ্রেফতার করা হয়েছে দুই সন্ত্রাসবাদীকে। উদ্ধার হয়েছে বিস্ফোরকও।
advertisement
তেলেঙ্গানা ও অন্ধ্র পুলিশের যৌথ অভিযানে ওই দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) ও সঈদ সমীর (২৮)। সিরাজ ভিজিনগরামের বাসিন্দা, সমীর হায়দরাবাদেরই ছেলে।
জানা গিয়েছে, এদের দুজনেরই আইসিস সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল। জানা যাচ্ছে, আইসিসের নির্দেশেই হায়দরাবাদে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় এবং অভিযুক্ত দুজনকে আটক ও পরে গ্রেফতার করে।
আরও পড়ুন: একজন ‘এয়ার হোস্টেস’ দিনে কত ‘ঘণ্টা’ ডিউটি করেন বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!
জানা গিয়েছে, ভিজিনগরাম থেকে সিরাজ বিস্ফোরকের সামগ্রী নিয়ে এসেছিল। জেরায় পুলিশ জানতে পেরেছে, এই ২জন বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল দেশজুড়ে। সিরাজ ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির চেষ্টা করছিল, সমীর একটি লিফট অপারেটিং সংস্থায় কর্মরত।