দেশের নতুন সংস্থাগুলির মধ্যে অন্যতম প্রতিমা গ্রুপের কর্ণধার শ্রীনিবাস রাওয়ের নতুন বাহন হল এয়ারবাস এসিএইচ-১৩৫। সেই আকাশযানেই তিনি হাজির হযেছিলেন হায়দরাবাদ থেকে ১০০ কিমি দূরে ইয়াদাদরি অঞ্চলে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। সেখানেই নিবেদন করা হয় বিশেষ পুজো। তাঁর সঙ্গে হাজির ছিলেন পরিবারের সদস্যরাও। বিখ্যাত এই মন্দিরের তিন জন পুরোহিত মিলে পুজোর কাজে নিযুক্ত হন। সব রীতিনীতি পালন করে পুজো দেওয়া হয় ৫.৭ মিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টারের।
advertisement
আরও পড়ুন : প্রেম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে? বুঝুন এই লক্ষণগুলি থেকে
ছকভাঙা এই বাহন পুজোর ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা উচ্ছ্বসিত এই আলোচনা ঘিরে। এয়ারবাস ওয়েবসাইটের মতে, এই আকাশযান লাইটওয়েট রোটরক্র্যাফ্টের মধ্যে অন্যতম। সুসংবদ্ধ নির্মাণ, মৃদু শব্দ, বিশ্বাসযোগ্যতা, বহুমুখিতার জন্য চর্চিত এই আকাশযান তুলনামূলকভাবে কম ব্যয়বহুল বলেও তাদের মত।
দুই ইঞ্জিন বিশিষ্ট আকাশযানের মধ্যে এই এইচ১৩৫ প্রায় যে কোনও জায়গায় ল্যান্ড করানো যায়। বিশেষ করে উচ্চতায় এবং উষ্ণ আবহাওয়ায়। লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষেত্রেও এই বাহন অতুলীনয়।