TRENDING:

Husband Slits Wife's Throat: ডিভোর্স ঠেকাতে গিয়ে মৃত্যু! আদালতেই স্ত্রীর গলা কেটে নৃশংস খুন স্বামীর

Last Updated:

Husband Kills Wife in Family Court: স্ত্রীকে অনুসরণ করে ওয়াশরুমে যান শিবকুমার এবং সেখানে একটি ছুরি দিয়ে চৈত্রের গলা কেটে ফেলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার পরে কাউন্সেলিং সেশনে যোগ দিতে আদালতে গিয়েছিলেন দম্পতি। সব শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার বিয়েকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রী। কর্ণাটকের একটি পারিবারিক আদালতে প্রকাশ্যে স্ত্রীর গলা কেটে ফেলল স্বামী। হামলার পর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও চত্বরে উপস্থিত মানুষ তাঁকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর জখম মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
সাত বছরের বিয়েকে বাঁচাতে একটি কাউন্সেলিং সেশনে আসেন দম্পতি।
সাত বছরের বিয়েকে বাঁচাতে একটি কাউন্সেলিং সেশনে আসেন দম্পতি।
advertisement

এই ঘটনার কিছু আগেই নিজেদের সমস্ত পার্থক্য, অমিল, মতান্তরকে সরিয়ে সাত বছরের বিয়েকে বাঁচাতে একটি কাউন্সেলিং সেশনে আসেন ওই দম্পতি। সমস্ত ঝামেলা ভুলে ফের একসঙ্গে থাকতে সম্মত হয়েছিলেন দু’জনেই। কিন্তু এমন মর্মান্তিক পরিণতির কথা ভাবেননি স্ত্রী। হাসন জেলার হোলেনরাসিপুর পারিবারিক আদালতে এক ঘণ্টার কাউন্সেলিং শেষে বেরিয়ে এসেই স্বামী শিবকুমার তাঁর স্ত্রী চৈত্রকে আক্রমণ করেন। স্ত্রীকে অনুসরণ করে ওয়াশরুমে যান শিবকুমার এবং সেখানে একটি ছুরি দিয়ে চৈত্রের গলা কেটে ফেলেন। প্রচুর রক্তক্ষরণ হয় স্ত্রীর। এই ভয়াবহ অপরাধ করে পালানোর চেষ্টা করলে আদালতের মানুষজন তাঁকে ধরে ফেলেন।

advertisement

আরও পড়ুন- প্রয়াত 'স্টক কিং', বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা! শোকাহত প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন- "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!

চৈত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁর কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়। তবে গলায় গভীর ক্ষতের কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগ উঠেছে স্বামী শিবকুমারের বিরুদ্ধে। পুলিশ আধিকারিকরা তদন্ত করে দেখছেন, কীভাবে আদালত চত্বরে লুকিয়ে অস্ত্র নিয়ে যেতে পেরেছিল শিবকুমার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

“ঘটনাটি আদালত চত্বরেই ঘটেছিল। আমরা ধৃতকে আমাদের হেফাজতে রেখেছি। সে অপরাধ করার জন্য যে অস্ত্রটি ব্যবহার করেছিল তাও আমরা বাজেয়াপ্ত করেছি। কাউন্সেলিং সেশনের পরে কী ঘটেছে এবং কীভাবে সে আদালতের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকেছিল তা আমরা তদন্ত করব। এটি কি পূর্বপরিকল্পিত ছিল সেটাও তদন্তের বিষয়,” বলেন হাসানের সিনিয়র পুলিশ হরিরাম শঙ্কর।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Husband Slits Wife's Throat: ডিভোর্স ঠেকাতে গিয়ে মৃত্যু! আদালতেই স্ত্রীর গলা কেটে নৃশংস খুন স্বামীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল