ভাসাই রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ভয়াবহ ঘটনাটি। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, একজন ব্যক্তি প্লাটফর্মে তাঁর ঘুমন্ত স্ত্রীকে আধা ঘুম থেকে তুলে রেল লাইনে ঠেলে ফেলে দিলেন! পিছন দিক থেকে তখন প্রবল বেগে ছুটে আসছে ট্রেন। মেল ট্রেনের সামনে ধাক্কা মেরে নিজের স্ত্রীকে ফেলে দেন স্বামী। তারপর নিজের দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।
advertisement
আরও পড়ুন- হাতে ধরা জাতীয় পতাকা,চাকরিপ্রার্থীকে রাস্তায় ফেলে মার সরকারি আমলার, ভাইরাল ভিডিও
আরও পড়ুন- "ভারতরত্ন পাওয়া উচিত সিসোদিয়ার, বদলে পাচ্ছেন সিবিআই তদন্ত:" অরবিন্দ কেজরিওয়াল
এই ঘটনা বিষয়ে ভাসাই পুলিশ জানিয়েছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪ টেয়। গতকাল বিকেল থেকেই এক দম্পতি তাঁদের সন্তানদের নিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বসে ছিলেন। ভোর ৪টে নাগাদ, ওই ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীকে তুলে নিয়ে অবধ এক্সপ্রেসের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। ভাসাই রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে হত্যা করার পর প্রথমে দাদরে যায় এবং তারপর সেখান থেকে কল্যাণে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পরা ফুটেজের সাহায্যে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত ওই মহিলা বা তাঁর স্বামীর বিষয়ে কোনও তথ্য পায়নি পুলিশ।