আরও পড়ুন: পুলিশ কর্তার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি! গুনতে আনা হল মেশিন, মাথায় হাত সিবিআইয়ের
১৪ অক্টোবর ১০ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হন ওই অফিসার। এই মামলায় গুয়াহাটি, গাজিয়াবাদ ইম্ফলে অভিযান চালায় সিবিআই। CBI সূত্র দাবি তাদের হাতে ধৃত সরকারি কর্মীর বাড়ি ও অফিস থেকে ২.৬২ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
দিল্লিতে ৯টি প্রিমিয়াম ফ্ল্যাট, ১টি প্রিমিয়াম অফিস এবং তিনটি জমির সন্ধান পাওয়া গেছে। বেঙ্গালুরুর মতো শহরেও প্রিমিয়াম ফ্ল্যাট ও জমি রয়েছে ধৃত এক্সজিকিউটিভ অফিসারের। অভিযুক্ত ওই অফিসারের আরও কোনও সম্পত্তি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ‘পিল লাগবে নাকি’! কলেজ টয়লেটে ছাত্রীর সঙ্গে জোর করে ঘনিষ্ঠতা, পরে ফোনে খোঁজ নিল অভিযুক্ত
সেই সঙ্গে ওই অফিসারের থেকে গুয়াহাটিতেও ৪টি বিলাসবহুল ফ্ল্যাট ও দুটো জমির সন্ধান মিলেছে। ওই ব্যক্তির কাছ থেকে ৬টা বিলাসবহুল গাড়ি, লাখ টাকার দুটো ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০ গ্রাম ওজনের রুপোর বারও। সিবিআই সূত্রের দাবি আত্মীয় পরিবারের সদস্য ও নিজের নামে এই সম্পত্তি করেছেন ধৃত অফিসার।