TRENDING:

কোটি কোটি টাকার সম্পত্তি! আয় বহির্ভূত সম্পত্তি মামলায় গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত সরকারি আধিকারিক

Last Updated:

গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত ন‍্যাশনাল হাইওয়ে অ‍্যান্ড ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিজিওনাল এক্সিকিউটিভ অফিসার মইসনাম রীতেন কুমার সিংয়ের প্রচুর সম্পত্তির হদিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত ন‍্যাশনাল হাইওয়ে অ‍্যান্ড ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিজিওনাল এক্সিকিউটিভ অফিসার মইসনাম রীতেন কুমার সিংয়ের প্রচুর সম্পত্তির হদিস।
বহু নগদ টাকা উদ্ধার
বহু নগদ টাকা উদ্ধার
advertisement

আরও পড়ুন: পুলিশ কর্তার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি! গুনতে আনা হল মেশিন, মাথায় হাত সিবিআইয়ের

১৪ অক্টোবর ১০ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হন ওই অফিসার। এই মামলায় গুয়াহাটি, গাজিয়াবাদ ইম্ফলে অভিযান চালায় সিবিআই। CBI সূত্র দাবি তাদের হাতে ধৃত সরকারি কর্মীর বাড়ি ও অফিস থেকে ২.৬২ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।

advertisement

দিল্লিতে ৯টি প্রিমিয়াম ফ্ল্যাট, ১টি প্রিমিয়াম অফিস এবং তিনটি জমির সন্ধান পাওয়া গেছে। বেঙ্গালুরুর মতো শহরেও প্রিমিয়াম ফ্ল্যাট ও জমি রয়েছে ধৃত এক্সজিকিউটিভ অফিসারের। অভিযুক্ত ওই অফিসারের আরও কোনও সম্পত্তি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ‘পিল লাগবে নাকি’! কলেজ টয়লেটে ছাত্রীর সঙ্গে জোর করে ঘনিষ্ঠতা, পরে ফোনে খোঁজ নিল অভিযুক্ত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র পরিশ্রম, নামমাত্র খরচ! 'এই' ফুলের চাষে আসছে গোছা গোছা টাকা! ট্রাই করে দেখতে পারেন
আরও দেখুন

সেই সঙ্গে ওই অফিসারের থেকে গুয়াহাটিতেও ৪টি বিলাসবহুল ফ্ল্যাট ও দুটো জমির সন্ধান মিলেছে। ওই ব্যক্তির কাছ থেকে ৬টা বিলাসবহুল গাড়ি, লাখ টাকার দুটো ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০ গ্রাম ওজনের রুপোর বারও। সিবিআই সূত্রের দাবি আত্মীয় পরিবারের সদস্য ও নিজের নামে এই সম্পত্তি করেছেন ধৃত অফিসার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কোটি কোটি টাকার সম্পত্তি! আয় বহির্ভূত সম্পত্তি মামলায় গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত সরকারি আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল