কাস্টমস অফিসাররা জানিয়েছেন, ৪.৪৭ কেজির হেরোইন এবং ১.৫ কেজি কোকেন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য ৩১.২৯ কোটি টাকা। কোকেনের বাজারমূল্য ১৫.৯৬ কোটি টাকা। তবে একটি ঘটনায় নয়।
মুম্বই বিমানবন্দরে দুই পৃথক ঘটনায় তল্লাশি অভিযানের সময়ে এই বিপুল পরিমাণে মাদকের সন্ধান মেলে। জানা গিয়েছে, হেরোইন নথির ফোল্ডার কভারে লুকিয়ে রাখা হয়েছিল। কোকেন কাপড়ের বোতামের মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুন, ‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী
আরও পড়ুন, বড় খবর! ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কাঁপল দিল্লিও
ঘটনায় কতজনকে গ্রেফতার কিংবা আটক করা গিয়েছে তা এখনও জানা যায়নি। কাস্টমসের অনুমান এর নেপথ্যে বড় কোনও চক্রে হাত রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখানে কোথায় বিপুল পরিমাণে মাদক পাচার করা হত, তাও খতিয়ে দেখা হচ্ছে।
