পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমে চলছে ঘোষণা— ‘উল্টো দিকের ট্রেনে চড়বেন না। তা হলে আর্থিক জরিমানা করা হবে।’ কিন্তু এরপরেও কে শোনে, কার কথা? তাই ১৪ জনের বিশেষ দল তৈরি হয়েছে৷ যারা ঘুরে ঘুরে এই সমস্ত যাত্রীদের চিহ্নিত করছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, প্রায় ৪০ জন প্রতিদিন গড়ে ধরা পড়ছেন।
advertisement
চলতি বছরের মার্চে এই রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে বেশ ভাল ভিড় হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে রীতিমতো ভিড় থাকে। কিন্তু হাওড়া ময়দান প্রান্তিক স্টেশন হওয়া সত্ত্বেও সেখান থেকে ট্রেনে উঠেও বসার জায়গা পাচ্ছিলেন না যাত্রীরা। সিট তো আগেভাগেই ভর্তি! এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে মেট্রোয়। সেই সব যাত্রীকে খুঁজে বের করতেই বিশেষ অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন : বারাসতে মদ্যপ দু’ ভাইয়ের মধ্যে বচসা মেটাতে গিয়ে মৃত্যু পড়শি যুবকের, থমথমে এলাকা
অফিস টাইম বাদে বাকি সার্ভিস টাইমে ২০ মিনিট অন্তর চলে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান লাইনের মেট্রো। তা নিয়েও অভিযোগ রয়েছে যাত্রীদের। যদিও মেট্রোর বক্তব্য যথাসময়ে পরিষেবা বেড়ে যাবে। আপাতত প্রতিটি স্টেশনে ঘোষণার পাশাপাশি চলছে কড়া নজরদারি। রেলরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই চলছে অভিযান। সে অর্থে আর্থিক জরিমানা করা না হলেও, তাঁদের স্টেশনের বাইরে পাঠিয়ে, ফের মেট্রো যাত্রা করানো হচ্ছে।