এ বার মাস্টার লিস্টের মাধ্যমে দিন মাস্টার স্ট্রোক। আপনি যদি আইআরসিটিসি-র মাস্টার লিস্ট ব্যবহার করে অনলাইনে টিকিট বুক করেন, তাহলে নিশ্চিন্তে টিকিট পাওয়ার সম্ভাবনা তৎকাল-এর থেকে অনেকটাই বেড়ে যায়। মাস্টার লিস্ট হল এমন এক বৈশিষ্ট্য যা আইআরসিটিসি-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যায়। আপনাকে মাস্টার লিস্টে ক্নিক করে ট্রেন যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।
advertisement
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরে দরজা খুলতেই আঁতকে উঠলেন সবাই…! কী ঘটে গেল? তোলপাড়
আপনি যদি টিকিট কাটার আগে ট্রেন যাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে দেন, তাহলে টিকিট বুকিং শুরু হলে ওই তথ্য দেওয়ার জন্য সময় নষ্ট করতে হবে না। বুকিং শুরু হওয়ার পরে আপনাকে সরাসরি মাস্টার তালিকা নির্বাচন করতে হবে। কিভাবে মাস্টার লিস্ট তৈরি করতে হয় তা জেনে নিন।
আরও পড়ুনঃ আজ ফের কালবৈশাখীর তাণ্ডব! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে তোলপাড় হবে জেলা? জানুন
প্রথমে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করুন, তারপর ওয়েবসাইট বা অ্যাপ-এর হোম লেখা অংশে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট-এর অপশন আসবে, তাতে ক্লিক করুন। এরপর তালিকা দেখে মাই মাস্টার লিস্ট-এ ক্লিক করুন। যদি মাস্টার লিস্ট আগে তৈরি না হয়ে থাকে, তাহলে নো রেকর্ড ফাউন্ড দেখাবে।এরপর সেখানে ক্লিক করুন।
এই সময় অ্যাড প্যাসেঞ্জার অপশন আসবে। ওই অপশনে ক্লিক করুন। তারপর যাত্রীদের নাম লিখে এবং অ্যাড প্যাসেঞ্জার এ ক্লিক করুন। এখন যাত্রীর বা যাত্রীদের বিবরণ তালিকায় আসবে এবং সেটি দেখাও যাবে। এরপর টিকিট বুকিংয়ের শেষ পদক্ষেপ হিসাবে মাই প্যাসেঞ্জার লিস্টে গিয়ে যাত্রীদের তালিকা দিন। তারপর অনলাইনে টিকিটের দাম মেটান।