TRENDING:

Kashmir Terrorist Attack Exclusive: পহেলগাঁও গণহত্যার মাস্টারমাইন্ড! অনন্তনাগের আমআদমি আদিল কীভাবে হয়ে উঠল লস্কর জঙ্গি? পাকিস্তানে গিয়েই মগজধোলাই? জানুন

Last Updated:

Kashmir Pahalgam Terror Attack Mastermind: আদিলের ব্যাকগ্রাউন্ড ছিল একেবারে আর পাঁচজনের মতোই। তবে ধীরে ধীরে তার ঝোঁক মৌলবাদের দিকে বাড়তে থাকে। ২০১৮ সালে তিনি পাকিস্তানে যান বৈধ ভ্রমণ নথি নিয়ে। সেখান থেকে নিখোঁজ হয়ে যান...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২২ এপ্রিল পহেলগাঁও বৈসরনের জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ঘটনার তদন্তে যে নামটি সামনে উঠে এসেছে, তিনি অনন্তনাগের আদিল হুসেন ঠোকার। নিরাপত্তা সংস্থাগুলির মতে, আদিল এই হামলার মাস্টারমাইন্ড ছিল এবং পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবা কমান্ডার সাইফুল্লাহ কাসুরি এবং আবু মুসার সহায়তায় এই হামলার পরিকল্পনা করেছিল।
আদিল হুসেন ঠোকার। ছবি সৌজন্যঃ সিএনএন নিউজ।
আদিল হুসেন ঠোকার। ছবি সৌজন্যঃ সিএনএন নিউজ।
advertisement

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, আদিলের ব্যাকগ্রাউন্ড ছিল একেবারে আর পাঁচজনের মতোই। তবে ধীরে ধীরে তার ঝোঁক মৌলবাদের দিকে বাড়তে থাকে। ২০১৮ সালে তিনি পাকিস্তানে যান বৈধ ভ্রমণ নথি নিয়ে। সেখান থেকে নিখোঁজ হয়ে যান, তারপরই খবর আসে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা যোগের। এরপর তার তেমন কোনও কর্মকাণ্ড সামনে আসেনি কিন্তু ২০২৪ সালে ফের সে সামনে আসে। প্রথমে রাজৌরি-পুঞ্চ এবং তারপর ডোডা ও কিশতওয়ারের মতো এলাকায় দেখা মেলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাম্প্রতি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল আদিল।

advertisement

আরও পড়ুনঃ ‘প্ল্যান এ ফেল, প্ল্যান বি, ৩৫ বন্দুক…!’ মোজা থেকে বেরয় কীপ্যাড ফোন! পহেলগাঁওয়ে জঙ্গিদের মধ্যে সেদিন কী কথা হচ্ছিল? কী ছিল প্ল্যান ‘এ’? শুনেছিলেন একতা

হামলার ঠিক আগে আদিলকে দেখা গিয়েছিল কাশ্মীরে। বৈসরন হামলার আগে আদিলকেও ওই এলাকায় দেখা গিয়েছিল। সে এখন হিজবুল মুজাহিদিন ও লস্করের ছায়া সংগঠন টিআরএফের সঙ্গে যোগাযোগ রাখছে। হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। এর আগে কোকেরনাগে জঙ্গি হামলায় নিহত কমান্ডার উজাইরের সঙ্গে যুক্ত ছিল আদিল। হামলার দিন প্রায় চার থেকে পাঁচজন সন্ত্রাসবাদী জড়িত ছিল। স্থানীয় দুই জঙ্গির মধ্যে একজন নাকি সেই আদিল। হামলাকারীদের হাতে ছিল আমেরিকান এম-৪ এবং একে ৪৭/৫৬ রাইফেল। প্রত্যক্ষদর্শীরা আদিলকে গুলি চালাতে দেখে। হামলার পর জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?

হামলার পর থেকে এখনও পর্যন্ত ১৯ জন ওভারগ্রাউন্ড কর্মীকে চিহ্নিত করা হয়েছে, যারা এই হামলায় সহযোগিতা করছিল বলে মনে করা হচ্ছে। এঁরা সকলেই অনন্তনাগ জেলার বাসিন্দা। তল্লাশি অভিযানের সময় সেখানে থাকা বিস্ফোরকের কারণে ফেটে যায়, যাতে বাড়ি গুঁড়িয়ে যায়। নিরাপত্তা বাহিনী আদিল ও তার সহযোগীদের অনুসন্ধান পেয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, এই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জলশক্তি মন্ত্রী সি আর সিং।

বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terrorist Attack Exclusive: পহেলগাঁও গণহত্যার মাস্টারমাইন্ড! অনন্তনাগের আমআদমি আদিল কীভাবে হয়ে উঠল লস্কর জঙ্গি? পাকিস্তানে গিয়েই মগজধোলাই? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল