নামিবিয়া থেকে ৮টি চিতাকে ভারতে এনে রাখা হবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিনে এই বিশেষ উপহার দেওয়া হবে দেশবাসীকে। একটি বোয়িং ৭৪৭ বিমানকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এই অপারেশন চিতা-র জন্য। গোটা বিমানের বসার ব্যবস্থা পাল্টে ফেলা হয়েছে। ৮ টি খাঁচা প্রস্তুত করা হয়েছে বিমানের ভিতরে। চিতাগুলির শারীরিক অবস্থা সবসময় নজরে রাখার জন্য বিমানে থাকবেন চিকিৎসকরা। একটানা ১৯ ঘণ্টার উড়ানে যাতে বিমানকে ভারতে আনা সম্ভব হয়, সেই কারণেই এই বিমানকে বেছে নেওয়া হয়েছে। উচ্চতা বা অন্যান্য কারণে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য অল্প খাবার খাইয়ে বিমানে চড়ানো হবে চিতাগুলিকে।
advertisement
আরও পড়ুন: স্বস্তিতে রাজ্য, সুপ্রিম কোর্টেও খারিজ হল অধীরের মেট্রো ডেয়ারি মামলা
আরও পড়ুন: একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...
আগামিকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর এই বোয়িং বিমান করে রাজস্থানের জয়পুরে নিয়ে আসা হবে ৮টি চিতাকে । আটটির মধ্যে রয়েছে পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা ৷ জয়পুর থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে হেলিকপ্টার।
প্রসঙ্গত ১৯৪৭ সালে ভারতের শেষ চিতাকে শিকার করা হয়। তারপরের ৫ বছরে নতুন করে কোনও চিতার দেখা না পাওয়া যাওয়ায় ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয় ভারতে। আফ্রিকান চিতার মধ্য দিয়ে ভারতের অরণ্যে চিতাবাঘকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। আগামী কয়েক বছরে মোট ৫০ টি চিতা নামিবিয়া থেকে ধাপে ধাপে এদেশে আনবে ভারত সরকার।
SANHYIK GHOSH