TRENDING:

Crime News: ঘুমন্ত সপ্তদশীকে শ্বাসরোধ করে খুনের পর নিথর দেহ সিলিং-এর আংটা থেকে ঝুলিয়ে দিলেন খুনি বাবা

Last Updated:

Crime News: পুলিশ জানিয়েছে অভিযুক্ত বাবা এর পর নিহত মেয়ের দেহ ঘরের সিলিং-এর একটি লোহার আংটা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন৷ তাঁর অভিসন্ধি ছিল খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বদনাপুর: কিশোরী কন্যাকে খুন করে সেই হত্যাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করলেন বাবা৷ চাঞ্চল্যকর এই ঘটনা মহারাষ্ট্রের দভলওয়াড়ি গ্রামের৷ অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর ঘুমন্ত মেয়েকে খুন করেন ওই ব্যক্তি৷ বদনাপুর থানার ইন্সপেক্টর গণেশ সারভাসে জানিয়েছেন অভিযুক্ত খুনি যোগদণ্ড তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন যোগদণ্ড৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ জানিয়েছে অভিযুক্ত বাবা এর পর নিহত মেয়ের দেহ ঘরের সিলিং-এর একটি লোহার আংটা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন৷ তাঁর অভিসন্ধি ছিল খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর৷ ওই গ্রামে অভিযুক্ত যোগদণ্ডের দু’টি বাড়ি আছে বলে জানা গিয়েছে৷ তার মধ্যে একটিতে তিনি তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন৷ অন্য বাড়িতে যোগদণ্ডের মা অর্থাৎ নিজের ঠাকুমার সঙ্গে থাকত তার একমাত্র মেয়ে৷ প্রসঙ্গত যোগদণ্ডের তিন সন্তানের মধ্যে মেয়েই সবথেকে বড়৷

advertisement

আরও পড়ুন : এসি মেশিনে বিকট বিস্ফোরণ! ঘুমন্ত অবস্থায় নিহত বাবা-মা-মেয়ে! মৃত্যু পোষ্য সারমেয়রও! অলৌকিক রক্ষা ছেলের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযোগ, শুক্রবার রাত ১০ নাগাদ নিজের দ্বিতীয় বাড়িতে গিয়ে ঘুমন্ত মেয়েকে খুন করেন অভিযুক্ত ব্যক্তি৷ ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধের প্রমাণ মিলেছে৷ তার পর থেকেই অভিযুক্তকে নজরদারিতে রেখেছিল পুলিশ৷ পরে পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেন ওই ব্যক্তি৷ গ্রেফতারের পর তাঁকে আদালতে হাজির করা হয়৷ আপাতত পুলিশ হেফাজতে আছেন অভিযুক্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ঘুমন্ত সপ্তদশীকে শ্বাসরোধ করে খুনের পর নিথর দেহ সিলিং-এর আংটা থেকে ঝুলিয়ে দিলেন খুনি বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল