TRENDING:

HMPV cases in India: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল কত? ICMR তৈরি করল মোকাবিলা টিম! তবে কি প্রকোপ বাড়ছে HMPV-এর?

Last Updated:

HMPV cases in India: মঙ্গলবার রাত পর্যন্ত হিউম্যানমেটানিউমোভাইরাস বা এইচএমপিভিতে ভারতে আক্রান্তের সংখ্যা ৭। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সদর দফতর দিল্লির পক্ষ থেকে শ্বাসকষ্ট জনিত নয়া রোগ এইচএমপি ভাইরাসের (HMPV) বিষয় নজরদারি করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ মঙ্গলবার রাত পর্যন্ত হিউম্যানমেটানিউমোভাইরাস বা এইচএমপিভিতে ভারতে আক্রান্তের সংখ্যা ৭। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সদর দফতর দিল্লির পক্ষ থেকে শ্বাসকষ্ট জনিত নয়া রোগ এইচএমপি ভাইরাসের (HMPV) বিষয় নজরদারি করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিম “রেসপিটোরি ভাইরাস সার্ভিলেন্স টিম” এর পক্ষ থেকে দেশের সমস্ত VRDL ল্যাব যেখানে এইচএমপি ভাইরাস পরীক্ষার পরিকাঠামো রয়েছে, তাদের নির্দেশ পাঠানো হয়েছে যে এবার থেকে যাদের শরীরে এইচএমপি ভাইরাস-এর রিপোর্ট পজিটিভ আসবে, তাদের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি – ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (NIV-ICMR) এর ল্যাবে জিনোম সিকুয়েন্স এর জন্য অর্থাৎ জিনের বিশ্লেষণ এর জন্য পাঠাতে হবে
News18
News18
advertisement

আরও পড়ুনঃ যদি এক মাস ভাত বা রুটি খাওয়া বন্ধ করে দেন… কী হবে জানেন শরীরে! আদৌ কী লাভ হয়, না ক্ষতি?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) পজিটিভ নমুনা গুলির জিন বিশ্লেষণ করতে পাঠাতে হবে। ভারতে যারা এইচএমপি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, যাদের রিপোর্ট পজিটিভ আসছে, তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? অর্থাৎ এইচএমপি ভাইরাসের চরিত্রের কি পরিবর্তন হয়েছে? ভাইরাসটি কি নিজেকে আরও শক্তিশালী করেছে? ভাইরাসের কি মিউটেশন হয়েছে? চীনে যে ভাইরাস প্রাদুর্ভাব দেখাচ্ছে, এবং এখানে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে দুটোই কি এক ভাইরাস?

advertisement

আরও পড়ুনঃ কাশতে কাশতে প্রস্রাব হয়ে যাচ্ছে? পাত্তাই দিচ্ছেন না! খুব সাবধান, বড় ক্ষতির আগে জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতি সপ্তাহে ৫ বছরের নিচে এবং ৬৫ বছরের উর্দ্ধের অন্তত ৫ টি নমুনা, যাদের INFLUENZA A, INFLUENZA B, COVID 19, RS ভাইরাস পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হয়েছে, তাঁদের HMPV টেস্টও করতে হবে শ্বাস কষ্ট নিয়ে আসা শিশু ও প্রবীণদের নমুনা আলাদা করে রাখতে হবে HMPV পরীক্ষার জন্য। HMPV পরীক্ষার জন্য 5 ধরণের কিট আছে, দ্রুত সেই কিটের স্টক বাড়াতে হবে ল্যাবগুলিকে। নিয়মাবলী মেনে করতে হবে HMPV টেস্ট।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
HMPV cases in India: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল কত? ICMR তৈরি করল মোকাবিলা টিম! তবে কি প্রকোপ বাড়ছে HMPV-এর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল