আরও পড়ুনঃ যদি এক মাস ভাত বা রুটি খাওয়া বন্ধ করে দেন… কী হবে জানেন শরীরে! আদৌ কী লাভ হয়, না ক্ষতি?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) পজিটিভ নমুনা গুলির জিন বিশ্লেষণ করতে পাঠাতে হবে। ভারতে যারা এইচএমপি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, যাদের রিপোর্ট পজিটিভ আসছে, তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? অর্থাৎ এইচএমপি ভাইরাসের চরিত্রের কি পরিবর্তন হয়েছে? ভাইরাসটি কি নিজেকে আরও শক্তিশালী করেছে? ভাইরাসের কি মিউটেশন হয়েছে? চীনে যে ভাইরাস প্রাদুর্ভাব দেখাচ্ছে, এবং এখানে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে দুটোই কি এক ভাইরাস?
advertisement
আরও পড়ুনঃ কাশতে কাশতে প্রস্রাব হয়ে যাচ্ছে? পাত্তাই দিচ্ছেন না! খুব সাবধান, বড় ক্ষতির আগে জানুন
আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতি সপ্তাহে ৫ বছরের নিচে এবং ৬৫ বছরের উর্দ্ধের অন্তত ৫ টি নমুনা, যাদের INFLUENZA A, INFLUENZA B, COVID 19, RS ভাইরাস পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হয়েছে, তাঁদের HMPV টেস্টও করতে হবে শ্বাস কষ্ট নিয়ে আসা শিশু ও প্রবীণদের নমুনা আলাদা করে রাখতে হবে HMPV পরীক্ষার জন্য। HMPV পরীক্ষার জন্য 5 ধরণের কিট আছে, দ্রুত সেই কিটের স্টক বাড়াতে হবে ল্যাবগুলিকে। নিয়মাবলী মেনে করতে হবে HMPV টেস্ট।