কী বলেন তিনি? হিমন্ত বিশ্ব শর্মার উত্তর, 'শাহরুখ খান কে?' এরপরই তিনি বলেন, 'শাহরুখ খান আমাকে কোনও ফোন করেননি। তবে তিনি ফোন করলে আমি বিষয়টি খতিয়ে দেখব। যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন হয়ে থাকে তাহলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।' এরপরই অসমবাসীর উদ্দেশ্যে অভিনব আহ্বান জানান তিনি। বলেন, অসমের মানুষদের অহমিয়া সিনেমা নিয়ে মাতামাতি করা উচিত। শীঘ্রই মুক্তি পেতে চলেছে অহমিয়া সিনেমা 'ডঃ বেজবড়ুয়া পার্ট ২'। তিনি সকলকে এই সিনেমাটি দেখার অনুরোধ জানান।
advertisement
আরও পড়ুন: চাকরি দিতে ঘুষের ১০% পেত কুন্তল, আর বাকিটা যেত...চাঞ্চল্যকর দাবি কোর্টে! তোলপাড় বাংলা
প্রসঙ্গত, মুক্তির আগেই 'পাঠান'কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সিনেমার একটি গান ‘বেশরম রং'-এ অভিনেত্রী দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। শনিবার এই প্রসঙ্গেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে প্রশ্ন করা হলে তিনি জানান, শাহরুখ খান কে, তা তিনি জানেনই না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “কে শাহরুখ খান? আমি ওঁর সম্পর্কে বা ওঁর সিনেমা ‘পাঠান’ সম্পর্কে কিছুই জানি না।''
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?
উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপির কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, দলীয় কর্মী-সমর্থকরা যেন সিনেমার মতো 'অপ্রাসঙ্গিক' বিষয়ে মন্তব্য না করেন। তাতে বিজেপির উন্নয়নমূলক কর্মসূচির কথা পিছনের সারিতে চলে যাচ্ছে। যদিও তাতেও তেমন কিছু লাভ হয়নি। নানা দিকে বিক্ষোভ প্রদর্শন চলছেই। এরই মধ্যে অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।