TRENDING:

Maharashtra Political Crisis: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Last Updated:

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের এই সঙ্কটের নেপথ্যে বিজেপি-র কারসাজির অভিযোগ উঠতে শুরু করেছে৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে পদ্ম শিবির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: গুজরাতের সুরাত থেকে নিজের অনুগামী বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে গিয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন একনাথ শিন্ডে সহ বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা৷ অথচ সেই খবরই নাকি জানেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ মহারাষ্ট্রের বিধায়কদের অসমে ঘাঁটি গাড়া নিয়েও তাঁর সরকারের কিছু করণীয় নেই বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
advertisement

সংবাদসংস্থা এএনআই-কে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, 'অসমে অনেক ভাল ভাল হোটেল রয়েছে৷ যে কেউ সেখানে এসে থাকতে পারেন৷ তাতে কোনও সমস্যা নেই৷ মহারাষ্ট্রের বিধায়করা অসমে এসে রয়েছেন কি না, তাও আমি জানি না৷ অন্যান্য রাজ্যের বিধায়করাও অসমে এসে থাকতে পারেন৷'

আরও পড়ুন: ৫০ বিধায়কের সমর্থন, দাবি শিন্ডের! কোণঠাসা উদ্ধব শর্ত মানবেন?

advertisement

একনাথ শিন্ডের হাতে ইতিমধ্যেই ৩৭ জন বিধায়কের সমর্থন চলে এসেছে৷ সবমিলিয়ে ৪২ জন বিধায়কের সমর্থন রয়েছে শিন্ডের সঙ্গে৷ গুয়াহাটির কাছেই একটি হোটেলে এই বিধায়কদের নিয়ে উঠেছেন শিন্ডে৷ সারাদিনই গোটা দেশের সংবাদমাধ্যমে সেই সংক্রান্ত খবর, ছবি দেখানো হচ্ছে৷ অথচ সেই খবরই নাকি নেই অসমের মুখ্যমন্ত্রীর কাছে৷

আরও পড়ুন: এনসিপি, কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে প্রস্তুত শিবসেনা? ঘোষণা সঞ্জয় রাউতের

advertisement

ইতিমধ্যেই, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের এই সঙ্কটের নেপথ্যে বিজেপি-র কারসাজির অভিযোগ উঠতে শুরু করেছে৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে পদ্ম শিবির৷ মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা অসমে পৌঁছনোর পর তাঁদের জন্য পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছিল৷ তার পরেও অসমের মুখ্যমন্ত্রী এ হেন দাবি করায়, বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সরকার বাঁচাতে মরিয়া উদ্ধব ঠাকরের সরকার ১৭ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেছে৷ অসম সরকারের এক মন্ত্রীকেও শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের হোটেলে দেখা গিয়েছে৷ বিরোধীরাও মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছে৷ এই পরিস্থিতিতে দল এবং সরকারের ভাবমূর্তি বাঁচাতেই অসমের মুখ্যমন্ত্রী এমন দাবি করলেন কি না, সেটাই প্রশ্ন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Political Crisis: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল