TRENDING:

Himachal Pradesh: বাড়িঘর না দেশলাই বাক্স! তাসের ঘরের মতো কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরবাড়ি

Last Updated:

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলুর আন্নি টাউন এলাকায় শহরের মধ্যে পাহাড়ের ঢালে হুড়মুড়িয়ে ধস নামছে৷ তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ঘরবাড়ি৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ঘটনায় প্রায় ৮-৯টি বাড়ি ভেঙে যাওয়ার খবর মিলেছে৷ তবে, আগে থেকেই পরিস্থিতি আঁচ করে এলাকাটি খালি করিয়ে নেওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিমাচল প্রদেশ: নাগাড়ে তুমুল বৃষ্টি, যেখানে সেখানে ধস, রাস্তা বন্ধ, জনজীবন কার্যত স্তব্ধ হিমাচল প্রদেশে৷ প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার দুর্যোগের জেরে নতুন করে ১২ জনের মৃত্যুর খবর এসেছে৷ রাতভর বৃষ্টিতে অন্তত ৪০০ টি জায়গায় ধসের জেরে বন্ধ হয়েছে রাস্তা৷ এর মধ্যে সকাল হতেই এমন কয়েকটি ভিডিও সামনে এসেছে, যা দেখলে যে কারও বুক শুকিয়ে যায়৷
advertisement

ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, পাহাড়ের গা থেকে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘরবাড়ি৷ হুড়মুড়িয়ে নেমে আসছে নীচে৷ কুলুর আন্নি এলাকার ওই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন: জলে মেশান এই জিনিস, তারপরে ছিটিয়ে দিন বাড়ির মূল দরজায়, হাতেনাতেই মিলবে ফল

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলুর আন্নি টাউন এলাকায় শহরের মধ্যে পাহাড়ের ঢালে হুড়মুড়িয়ে ধস নামছে৷ তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ঘরবাড়ি৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ঘটনায় প্রায় ৮-৯টি বাড়ি ভেঙে যাওয়ার খবর মিলেছে৷ তবে, আগে থেকেই পরিস্থিতি আঁচ করে এলাকাটি খালি করিয়ে নেওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷

advertisement

advertisement

তবে রাতভর ভারী বৃষ্টির কারণে কুলু জেলার মানড়ি সড়কে ১০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে৷ তাই কার্যত স্তব্ধ গোটা জেলা৷

আরও পড়ুন: বাড়িতে হিং ফুরিয়ে গেছে? পরিবর্তে ব্যবহার করতে পারেন ৫ মশলা, খাবারের স্বাদ হবে দ্বিগুণ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গে বিপর্যয়ের পর থেকেই বাতিল হচ্ছে প্ল্যান...! পর্যটকদের এখন টানছে 'এই' জেলা
আরও দেখুন

ইতিমধ্যেই হিমাচল প্রদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ রাজ্যজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট৷ সিমলা-সহ হিমাচল প্রদেশের ৬টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh: বাড়িঘর না দেশলাই বাক্স! তাসের ঘরের মতো কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরবাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল