ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, পাহাড়ের গা থেকে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘরবাড়ি৷ হুড়মুড়িয়ে নেমে আসছে নীচে৷ কুলুর আন্নি এলাকার ওই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন: জলে মেশান এই জিনিস, তারপরে ছিটিয়ে দিন বাড়ির মূল দরজায়, হাতেনাতেই মিলবে ফল
ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলুর আন্নি টাউন এলাকায় শহরের মধ্যে পাহাড়ের ঢালে হুড়মুড়িয়ে ধস নামছে৷ তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ঘরবাড়ি৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ঘটনায় প্রায় ৮-৯টি বাড়ি ভেঙে যাওয়ার খবর মিলেছে৷ তবে, আগে থেকেই পরিস্থিতি আঁচ করে এলাকাটি খালি করিয়ে নেওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷
advertisement
তবে রাতভর ভারী বৃষ্টির কারণে কুলু জেলার মানড়ি সড়কে ১০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে৷ তাই কার্যত স্তব্ধ গোটা জেলা৷
আরও পড়ুন: বাড়িতে হিং ফুরিয়ে গেছে? পরিবর্তে ব্যবহার করতে পারেন ৫ মশলা, খাবারের স্বাদ হবে দ্বিগুণ
ইতিমধ্যেই হিমাচল প্রদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ রাজ্যজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট৷ সিমলা-সহ হিমাচল প্রদেশের ৬টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা৷