TRENDING:

Himachal Pradesh Flash Flood: হিমাচলে ভারী বৃষ্টি-ধস-হড়পা বানে প্রাণ গেল ৬ জনের! নেই কোনও হোটেল, ১৫ কিমি লম্বা জ্যাম রাস্তায়

Last Updated:

Himachal Pradesh Flash Flood: জাতীয় সড়কের উপর প্রায় ১৫ কিমি লম্বা জ্যামে আটকে অসংখ্য গাড়ি। হড়পা বানের জেরে বন্ধ সমস্ত গাড়ি চলাচল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুল্লু: নেই কোনও হোটেলের ঘর, নেই কোনও যাতায়াতের ব্যবস্থা। হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে বিরাট বিপাকে পর্যটকরা। কুল্লু, মান্ডিতে আটকে পড়েছেন অন্তত ২০০ জন পর্যটক। কবে পরিস্থিতির বদল হবে, কেউ জানেন না। জাতীয় সড়কের উপর প্রায় ১৫ কিমি লম্বা জ্যামে আটকে অসংখ্য গাড়ি। হড়পা বানের জেরে বন্ধ সমস্ত গাড়ি চলাচল। ধসে পাহাড়ি রাজ্যের জনজীবন প্রবল ভাবে বিপর্যস্ত।
জাতীয় সড়কে যাত্রীদের ভিড়
জাতীয় সড়কে যাত্রীদের ভিড়
advertisement

এক নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে। ধসের পাশাপাশি হড়পা বানেও ক্ষতিগ্রস্থ এই পাহাড়ি রাজ্য। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় ১০ জন। ৩০৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে খবর বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে।

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর কর্মসূচিতে এ কোন গান বেজে উঠল? বিজেপির ভোট প্রচারে চমকপ্রদ ঘটনা!

মান্ডি জেলার বিভিন্ন এলাকায় ধস নামার খবর পাওয়া গিয়েছে। নিচু এলাকায় বিপজ্জনক অবস্থায় রয়েছে বহু বাড়ি। রাতভর বৃষ্টির জেরে মান্ডিতে বিপাশা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। জলের তোড়ে ক্ষতি হয়েছে মন্থলা পঞ্চায়েতের কমিউনিটি হল। গত ২৪ ঘণ্টায় মান্ডিতে বৃষ্টি হয়েছে ৬৪.৪ মিমি।

advertisement

আরও পড়ুন: ১০ বছর পর ৬ ঘণ্টা ‘মুক্তি’, ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

হামিরপুরের সুজনপুরের খয়রিতে রবিবার মেঘ ভাঙা বৃষ্টিতে পাঁচটি বাড়ি ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। সোলানের আরকি, সিমলার রামপুর ও হামিরপুরে মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের লাইফলাইন সড়কগুলি অনেক জায়গায় বন্ধ রয়েছে। চণ্ডীগড়-মানালি মহাসড়ক ৩টি স্থানে বন্ধ থাকায় বিপুল সংখ্যক পর্যটক ও সাধারণ মানুষ যানবাহনে রাত কাটাচ্ছেন। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় হঠাৎ বন্যার আশঙ্কা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Flash Flood: হিমাচলে ভারী বৃষ্টি-ধস-হড়পা বানে প্রাণ গেল ৬ জনের! নেই কোনও হোটেল, ১৫ কিমি লম্বা জ্যাম রাস্তায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল