WB Panchayat Election Suvendu Adhikari: শুভেন্দুর কর্মসূচিতে এ কোন গান বেজে উঠল? বিজেপির ভোট প্রচারে চমকপ্রদ ঘটনা!

Last Updated:

WB Panchayat Election Suvendu Adhikari: পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে একাধিক কর্মসূচি সেরেছেন শুভেন্দু অধিকারী। তবে এই কর্মসূচি চলাকালীন সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে শালবনীর ভীমপুরে।

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
শালবনী: পঞ্চায়েত ভোটের প্রচারে কোনও কসরত ছাড়ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ভোটের। বৃষ্টি বাধা হলেও রবিবার জমিয়ে বিজেপির ভোট প্রচার করেছেন শুভেন্দু। পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে একাধিক কর্মসূচি সেরেছেন তিনি। তবে এই কর্মসূচি চলাকালীন সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে শালবনীর ভীমপুরে।
সকাল ১১টা নাগাদ শালবনীতে শুভেন্দু অধিকারীর ভোট প্রচারের প্রস্তুতি চলছিল। টোটোর উপরে বাঁধা মাইক, তাতে চলছে ভোটের গান। বিজেপির ঝান্ডাও লাগানো রয়েছে তাতে। কিন্তু আচমকাই তাল কাটল। মাইক থেকে যে গান শোনা যাচ্ছে, তা তো বিজেপির গান নয়। শোনা গেল তৃণমূলের নবজোয়ার কর্মসূচির গান।
advertisement
আরও পড়ুন: ১০ বছর পর ৬ ঘণ্টা ‘মুক্তি’, ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?
মাইক থেকে বেরনো গানের কথায় শোনা যাচ্ছে, ‘তৃণমূলে নবজোয়ার, জিতব আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার।’ সভার প্রস্তুতিতে হঠাৎ হলটা কী? তারপরেই অবশ্য জানা যায় আসল ঘটনা। শোরগোল পড়ে গোটা এলাকায়। ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত। গান বন্ধ করিয়ে, বিজেপির গান চালানোর নির্দেশ দেন তিনি। মাইকম্যানের ভুলেই গোটা ঘটনাটি আচমকা ঘটে যায় বলে জানা যায়।
advertisement
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন
এই ভুলের সুযোগ নিতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, ফেসবুক ও ট্যুইটারে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে পোস্ট করেন। কুণাল ঘোষের দাবি, ওই সভায় অংশ নেননি দলীয় কর্মী-সমর্থকরা। তাই বহু দূর থেকে লোকজন এনে সভায় ভিড় জমিয়েছেন শুভেন্দু। আর সভায় আসা ‘বহিরাগত’দের আকর্ষণ করতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির থিম সং বাজাতেও শোনা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election Suvendu Adhikari: শুভেন্দুর কর্মসূচিতে এ কোন গান বেজে উঠল? বিজেপির ভোট প্রচারে চমকপ্রদ ঘটনা!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement