TRENDING:

Himachal Pradesh Election Results 2022 || কখনও এগিয়ে কংগ্রেস, কখনও বিজেপি, হিমাচলে চলছে গণনা

Last Updated:

হিমাচল প্রদেশের ভোটে বজায় থাকে পাঁচ বছর অন্তর পালাবদলের ধারা। সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও কি তাহলে বদল হয়ে যাবে শাসকের গদি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিমলা: হিমাচল প্রদেশে ভোটগণনা শুরু হল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে। ৬৮ আসনে ভোট গণনা। সরকার গড়তে দরকার ৩৫টি আসন। গত বারের ফল অনুযায়ী, বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

হিমাচল প্রদেশের ভোটে বজায় থাকে পাঁচ বছর অন্তর পালাবদলের ধারা। সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও কি তাহলে বদল হয়ে যাবে শাসকের গদি ? গত কয়েক বছরের উন্নয়ন বা অবনয়ন নিয়ে পাহাড়ি ভোটারদের রায় কী? সেই আভাস কিছুটা মিলেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। এদিকে দিল্লিতে হারলেও বুথফেরত সমীক্ষার ফল যে সঠিক পূর্বাভাস দিতে ব্যর্থ, সেই সূত্র ধরেই হিমাচলের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি। হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা কতটা সত্যি হবে তা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জয়রাম ঠাকুর আজ ফের দাবি করেছেন, হিমাচলে অনায়াসে জিতবে বিজেপি। তা না হলে তিনটি নির্বাচনের মধ্যে দু’টিতে হার যে বিরোধীদের প্রশ্ন তোলার সুযোগ করে দেবে, তা ভালমতোই বুঝতে পারছেন বিজেপি নেতারা।

advertisement

আরও পড়ুন: মন্দার আঁচ আরও তীব্র, এবার কয়েকশো কর্মী ছাঁটাই করতে চলেছে পেপসিকো!

হিমাচলে ত্রিশঙ্কু অবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে নিউজ এক্স এবং পি মার্কের বুথ ফেরত সমীক্ষা। নিউজ এক্সের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, হিমাচলে বিজেপি পেতে চলছে ৩২ থেকে ৪০টি আসন। ২৭ থেকে ৩৪ টি পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, পি মার্ক বলছে বিজেপির ঝুলিতে আসবে ৩৪ থেকে ৩৯ টি আসন। কংগ্রেসের আসন ঘোরাফেরা করবে ২৭ থেকে ৩৩ এর মধ্যে। তবে এর মধ্যেও অনেকেই মনে করছে হিমাচলে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। অন্যদিকে, এই সমস্ত অন্যান্য এক্সিট পোলে রিপোর্টের সম্পূর্ণ বিপরীতে গিয়ে হিমাচলে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে ইন্ডিয়া টু ডে- মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই রিপোর্ট অনুযায়ী, ৪৪ শতাংশ ভোট শেয়ার পাচ্ছে কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Election Results 2022 || কখনও এগিয়ে কংগ্রেস, কখনও বিজেপি, হিমাচলে চলছে গণনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল