TRENDING:

Himachal Pradesh Cloud Burst: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি...জলের তোড়ে হারিয়ে গেল প্রায় ৫০ জন, রাজ্যজুড়ে জারি ওরেঞ্জ অ্যালার্ট

Last Updated:

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গেও কথা বলেছেন নড্ডা৷ বিজেপির সে রাজ্যের সভাপতিকেও উদ্ধার ও ত্রাণকার্যে মানুষের সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিমাচল প্রদেশ: হিমাচল প্রদেশে দুই পৃথক জায়গায়, পৃথক ক্লাউড বার্স্ট৷ মেঘভাঙা বৃষ্টিতে ইতিমধ্যেই শিমলা, মান্ডি ও কুলু জেলার ৫০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর৷ হুহু করে বইছে কাদা জলের স্রোত। বিপর্যস্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা৷ শিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন, রামপুরের সামেজ খাদ এলাকায় মেঘভাঙা বৃষ্টি হওয়ার পর থেকে ১৯ জনের খোঁজ মিলছে না৷ এলাকায় পৌঁছেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা৷
advertisement

অন্যদিকে, মান্ডিতে পাঢার সাব ডিভিশনের থালটুখোদ এলাকায় মেঘভাঙা বৃষ্টির পরে একজনের দেহ উদ্ধার হয়েছে৷ ৯ জনের খোঁজ পাওয়া যায়নি এখনও৷ এই বৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির বহু মানুষের বসতবাড়ি৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মালানা ড্যাম৷

মান্ডি ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-ও৷

advertisement

advertisement

আরও পড়ুন: দিল্লিতে দাপটে বৃষ্টি! জারি রেড অ্যালার্ট, ছেলেকে নিয়ে নর্দমায় ডুবে মৃত মা

হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ও সাধারণ মানুষের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে ফোন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা৷

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গেও কথা বলেছেন নড্ডা৷ বিজেপির সে রাজ্যের সভাপতিকেও উদ্ধার ও ত্রাণকার্যে মানুষের সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: রাজ্যের এক্তিয়ারে কেন্দ্রের হস্তক্ষেপ! ন্যায় সংহিতা আলোচনায় বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ক্লাউড বার্স্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়রাম ঠাকুর৷ আগামী ২-৩ দিনও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ জারি করা হয়েছে ওরেঞ্জ অ্যালার্ট৷ মানালির কাছে বিপাশা নদীর জলতল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Cloud Burst: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি...জলের তোড়ে হারিয়ে গেল প্রায় ৫০ জন, রাজ্যজুড়ে জারি ওরেঞ্জ অ্যালার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল