অন্যদিকে, মান্ডিতে পাঢার সাব ডিভিশনের থালটুখোদ এলাকায় মেঘভাঙা বৃষ্টির পরে একজনের দেহ উদ্ধার হয়েছে৷ ৯ জনের খোঁজ পাওয়া যায়নি এখনও৷ এই বৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির বহু মানুষের বসতবাড়ি৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মালানা ড্যাম৷
মান্ডি ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-ও৷
advertisement
আরও পড়ুন: দিল্লিতে দাপটে বৃষ্টি! জারি রেড অ্যালার্ট, ছেলেকে নিয়ে নর্দমায় ডুবে মৃত মা
হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ও সাধারণ মানুষের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে ফোন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা৷
জানা গিয়েছে, হিমাচল প্রদেশের বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গেও কথা বলেছেন নড্ডা৷ বিজেপির সে রাজ্যের সভাপতিকেও উদ্ধার ও ত্রাণকার্যে মানুষের সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি৷
ক্লাউড বার্স্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়রাম ঠাকুর৷ আগামী ২-৩ দিনও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ জারি করা হয়েছে ওরেঞ্জ অ্যালার্ট৷ মানালির কাছে বিপাশা নদীর জলতল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷