TRENDING:

Heroin Worth Rs 376 Crores: কাপড়ে মুড়িয়ে ৩৭৬ কোটি টাকার হেরোইন ধরা পড়তেই হইচই

Last Updated:

মুন্দ্রা বন্দরে এসে পৌঁছয় কন্টেনার ভর্তি কাপড়৷ আর সেই কাপড় খুলতেই....

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ:  জানা ছিল যে জাহাজ ভরে আসছে কাপড়৷ কিন্তু কাপড়ের রোল খুলতেই ঘটল চরম বিপত্তি! সযুক্ত আবর আমিরসাহী থেকে পঞ্জাবে আসছিল বিপুল পরিমাণ কাপড়৷ আর তার মধ্যেই লুকনো ছিল ৭৫.৩কেজি দামি হিরোইন৷ যার দাম ৩৭৬.৫ কোটি টাকা৷ বিপুল পরিমাণ ড্রাগস ধারা পড়েছে মুন্দ্রা বন্দরে, গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের তৎপরতায়৷
advertisement

আড়াই মাস আগে মুন্দ্রা বন্দরে পৌঁছে গিয়েছিল এই কন্টেনারটি৷ সন্দেহ হওয়ায় পঞ্জাব পুলিশ সেই খবর দেয় গুজরাত ATS-কে৷ কার্গোতে কাপড় রয়েছে, কিন্তু তাতে অন্য সন্দেহজনক বস্তু থাকতে পারে একথা জানানো হয়৷

আরও পড়ুন Parliament Monsoon Session: বাদল অধিবেশনের ঠিক আগে, রবিবার জোড়া বৈঠক

খবর পেতেই গুজরাত এটিএস এবং পঞ্জাব পুলিশ সাব ইন্সপেক্টর পৌঁছন মুন্দ্রা বন্দরে৷ সন্দেহজনক কন্টেনরটিকে চিহ্নিত করা হয়৷ শুরু হয় চিরুণি তল্লাশি৷ ৫৪০টি ফ্যাবরিক রোল খোঁজের পর ৬৪টি পাওয়া যায় হেরোইন৷

advertisement

Photo: ANI

কার্ডবোর্ডের লম্বা পাইপ দিয়ে মোড়া কাপড়৷ আর সেই পাইপের মধ্যেই ছিল ড্রাগস৷ ভাল করে সিল করে রাখা ছিল হেরোইন৷ কার্বোন টেপ দিয়ে ছিল আটকনো যাতে এক্স রে মেশিনেও সেটা বোঝা না যায়৷ তবে শেষ পর্যন্ত তার হদিশ পায় পুলিশ৷ সংযুক্ত আরব আমিরশাহীর গ্রিন ফরেস্ট জেনারেল ট্রেডিং নামক সংস্থা থেকে পাঠানো হয় কন্টেনারটি৷ জোভিয়াল কন্টেনার লাইনস এই কন্টেনারটি গ্রহণ করে৷ কচ্ছের গান্ধিধামে রয়েছে এদের অফিস৷

advertisement

তবে কেন মুন্দ্রা বন্দরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? গুজরাতের ডিজিপি আশিষ ভাটিয়া জানান যে নির্দিষ্ট কোনও বন্দরের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই৷ নিজেদের সুবিধার জন্য ড্রাগ মাফিয়ারা যে কোনও রাস্তা ব্যবহার করতে পারে৷ গুজরাতের কান্ডলা, পিপাভব বন্দর থেকেও উদ্ধার হয়েছে মাদক৷ এমনকী মহারাষ্ট্রের নাভা শিবা, চেন্নাই এবং বাংলার কয়েক জায়গা থেকেও উদ্ধার করা হয়েছে৷ জানিয়েছেন ডিজিপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তবে এই প্রথম নয়, এর আগেও গুজরাতের একাধিক পোর্টে এভাবে নিষিদ্ধ মাদক আটক করা হয়৷ একইভাবে গুজরাত পুলিশের তৎপরতায় তা ধরাও পড়ে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Heroin Worth Rs 376 Crores: কাপড়ে মুড়িয়ে ৩৭৬ কোটি টাকার হেরোইন ধরা পড়তেই হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল