জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন ঝাড়খণ্ডের বিদায়ী এবং পুন: নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আহ্বান জানিয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে। বৃহস্পতিবার সেইমতো ভাই হেমন্তের ডাকে মোরাদাবাদ ময়দানে পৌঁছে যান মমতা।
advertisement
মমতা ছাড়াও ইন্ডিয়া জোটের তাবড় নেতারা উপস্থিত হেমন্তের শপথে। রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে। রয়েছেন সমাজবাদী পার্টিন নেতা অখিলেশ যাদব। আরজেডি নেতা তেজস্বী যাদব, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালও উপস্থিত ছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।
ছেলের দ্বিতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মমতার সঙ্গে কথাও বলতে দেখা যায় প্রবীণ জেএমএম নেতা শিবু সোরেনকে। তাঁকে উপহার দিলেন মমতা।
তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরেই ইন্ডিয়া জোটের তুমুল আগ্রহ এই অনুষ্ঠানে স্পষ্ট। ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতার সঙ্গে আলাপচারিতায় মমতাই ছিলেন মধ্যমণি। সূত্রের খবর, আগামী বিহার, দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে বাঙালি ভোট। বাঙালি ভোট দখলে রাখতে মমতার মুখকে কাজে লাগাতে চাইছেন ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা।