TRENDING:

Uttarpradesh: এয়ারস্ট্রিপ থেকে চুরি গোটা হেলিকপ্টার! উত্তরপ্রদেশের ঘটনায় হতবাক সকলে, প্রশ্নের মুখে পুলিশ

Last Updated:

Uttarpradesh- এই কাণ্ড ঘটার সময় দুষ্কৃতিদের বাধা দিতে আসেন হেলিকপ্টারের পাইলট এবং কর্মীরা। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বুধবার, এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট রবীন্দ্র সিং মিরাটের এসএসপি বিপিন টান্ডার কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: গাড়ি, বাইক ইত্যাদি চুরির ঘটনা আকছার শোনা যায়, কিন্তু হেলিকপ্টার চুরির ঘটনা! হ্যাঁ এমনই হতবাক করা ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মিরাটে। অভিযোগ গত ১০ই মে উত্তরপ্রদেশের মিরাটের ডঃ ভীমরাও আম্বেদকর এয়ারস্ট্রিপে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতি একটি হেলিকপ্টার খণ্ড খণ্ড করে ট্রাকে ভরে পালিয়ে যান।
 হেলিকপ্টার চুরিরে এই ঘটনায় হতবাক সকলে। Picture Courtesy- News18
হেলিকপ্টার চুরিরে এই ঘটনায় হতবাক সকলে। Picture Courtesy- News18
advertisement

আরও পড়ুন: রাজধানীতে ফের তৎপর বিষ্ণোই গ্যাং? রাতের শহরে গুলি করে খুন জিম মালিককে

এই কাণ্ড ঘটার সময় দুষ্কৃতিদের বাধা দিতে আসেন হেলিকপ্টারের পাইলট এবং কর্মীরা। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বুধবার, এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট রবীন্দ্র সিং মিরাটের এসএসপি বিপিন টান্ডার কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন:বাংলাদেশের পালাবদলে কি ভারতকে অনেকটা পিছনে ফেলে দিল চিন? কে কোথায় দাঁড়িয়ে! 

অভিযোগ, গত ১০ই মে মিরাটের পারতাপুর থানার অন্তর্গত ডঃ ভীমরাও আম্বেদকর এয়ারস্ট্রিপে ১০-১৫ জন দুষ্কৃতী ঢোকেন। এয়ারস্ট্রিপের সমস্ত সুরক্ষা বলয় পার করে তাঁরা হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়। এরপরেই তাঁরা হেলিকপ্টার খণ্ড খণ্ড করতে শুরু করে। স্থানীয় কর্মচারীরা এই ঘটনার কথা পাইলটকে জানালে তিনি সেখানে এসে পৌঁছান। তিনি এই ঘটনার সময় বাধা দিলে তাঁকে মারধর করেন দুষ্কৃতীরা। এরপরেই দুষ্কৃতীরা হেলিকপ্টারের যন্ত্রাংশ একটি ট্রাকে ভরে এলাকা ছেড়ে চলে যায়। এই ঘটনার চার মাস হয়ে গেলেও পুলিশে অভিযোগে জানানোর পরেও তাঁদের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয় নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনা সামনে আসার পর মিরাটের এসএসপি বিপিন টান্ডা এই ঘটনার তদন্তভার ব্রহ্মপুরীর এএসপি অন্তরীক্ষ জৈনকে দিয়েছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh: এয়ারস্ট্রিপ থেকে চুরি গোটা হেলিকপ্টার! উত্তরপ্রদেশের ঘটনায় হতবাক সকলে, প্রশ্নের মুখে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল