মাঝেরহাট সেতুতে দুর্ঘটনার পর বহু প্রশ্ন। বহু আশংকা। শহরের অন্য ব্রিজের হাল নিয়েও সংশয় বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নিত্যযাত্রীরা। এই অবস্থায় ব্রিজগুলির রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেতুতে নিষিদ্ধ হচ্ছে ভারি যান চলাচল। তৈরি হচ্ছে একাধিক মনিটারিং কমিটি।
আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
advertisement
মাঝেরহাট ব্রিজ কেন ভেঙে পড়ল? দুর্ঘটনার দায় কার? এ নিয়ে চাপানউতোর তুঙ্গে। এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার নবান্নয় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের নেতৃত্বে গড়ে দেন উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকাই খতিয়ে দেখা হবে। গাফিলতি যারই হোক, রেয়াত করা হবে না।
আরও পড়ুন: মালদহে শিশুকে গুলিকাণ্ডে দানা বাঁধছে রহস্য, বাড়ির মধ্যেই কি সেদিন গুলি চলেছিল?
কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার লাইফলাইন মাঝেরহাট ব্রিজ। এরকম গুরুত্বপূর্ণ ব্রিজ ফের কবে চালু হবে? ব্রিজের ভাঙা অংশ কি নতুন করে তৈরি করা হবে? না কি মেরামতি করেই চালু করা যাবে? এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে রাজ্য সরকার।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে উত্তাল দীঘার সমুদ্র, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস
রাজ্যের সমস্ত ব্রিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং মেরামতির জন্য একাধিক দাওয়াইও এ দিন দিয়েছেন মুখ্যমন্ত্রী।