TRENDING:

ছুটি! ছুটি! প্রবল বৃষ্টির জেরে একাধিক জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা... দক্ষিণভারতে 'বিরাট' সিদ্ধান্ত

Last Updated:

সরকারের পক্ষ থেকে দক্ষিণভারতের একাধিক জেলার কর্তৃপক্ষকে স্কুল ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণভারতের একাধিক স্কুল ছুটি
দক্ষিণভারতের একাধিক স্কুল ছুটি
advertisement

কোনাসীমা, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, তবে সেই স্কুলগুলিতে  ছুটি দেয়নি। উত্তর অন্ধ্র এবং উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অভিভাবকেরা সেইসব জেলাগুলিতেও ছুটির দাবি করছেন। তাঁদের দাবি, বৃষ্টির মধ্যে যদি শিশুদের স্কুলে পাঠানো হয়, তাহলে সংক্রমণ বাড়বে।

advertisement

আরও পড়ুন: ডনবাস চাই! পুতিনের এই একটি শর্তেই মাথা ঘুরে গেল ট্রাম্পের! কোথায় এই ডনবাস, কেন চায় রাশিয়া? ওখানে কী আছে জানেন!

বৃষ্টির পাশাপাশি হাসপাতালে জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। অন্ধ্র উপকূলে মেঘ। প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গুন্টুর থেকে শুরু করে বিশাখাপত্তনম পর্যন্ত বৃষ্টিপাত চলছেই। মেঘলা আকাশ, রাস্তায় জল জমে আছে। শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ছুটি! ছুটি! প্রবল বৃষ্টির জেরে একাধিক জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা... দক্ষিণভারতে 'বিরাট' সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল