TRENDING:

Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! সজোরে ডিভাইডারে ধাক্কা মারল থার, দলা পাকিয়ে গেলেন পাঁচ যাত্রী! র*ক্তে ভাসল এলাকা

Last Updated:

Car Accident: শনিবার সকালে গুরগাঁও-দিল্লি-জয়পুর হাইওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে একটি কালো মহিন্দ্রা থার গাড়ি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় গাড়ির গতি এতটাই বেশি ছিল যে পাঁচ জনের মৃত্যু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপ্রদেশে ফের ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হল পাঁচজনের। শনিবার সকালে গুরগাঁও-দিল্লি-জয়পুর হাইওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে একটি কালো মহিন্দ্রা থার গাড়ি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় গাড়ির গতি এতটাই বেশি ছিল যে পাঁচ জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। যা ছয়জন যাত্রী বহন করছিল, হাইওয়ে ডিভাইডারে ধাক্কা লাগার ফলে পাঁচজন পুরুষ নিহত এবং একজন গুরুতরভাবে আহত হন।
ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা
advertisement

আরও পড়ুন: সোনার দাম হবে ৩ লাখ ৬১ হাজার! দিনও বলে দিলেন বিশেষজ্ঞরা, কেনার আগে জেনে নিন

দুর্ঘটনার সময় ওই থার গাড়িটিতে ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৪টেয়। সেই সময়ে থার গাড়িটি উচ্চ গতিতে চলছিল, তাই চালক নিয়ন্ত্রণ হারালে ডিভাইডারে জোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, এবং দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন পরে আহত অবস্থায় মারা যায়, ফলে একজন মাত্র জীবিত, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

advertisement

আরও পড়ুন: পুজোয় জোড়া ঘূর্ণাবর্ত!এসব জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা,নবমী থেকে আরও ভয়ঙ্কর খেলা আবহাওয়ার

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়, এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কর্মকর্তারা মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন এবং কেন দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করছেন। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে উচ্চ গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! সজোরে ডিভাইডারে ধাক্কা মারল থার, দলা পাকিয়ে গেলেন পাঁচ যাত্রী! র*ক্তে ভাসল এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল