সীমিত ছুটি মানে সরকারি কর্মচারীরা নিজের ইচ্ছা অনুযায়ী ওই দিন ছুটি নিতে পারেন। যাঁরা ওইদিন ছুটি নেবেন, তাঁরা সম্পূর্ণ বেতন পাবেন। গেজেটেড ছুটির অর্থ, সেদিন সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। গেজেটেড ছুটি বাধ্যতামূলক সরকারি ছুটি, যেখানে সীমিত ছুটি ঐচ্ছিক।
হরিয়ানা সরকারের মানব সম্পদ বিভাগের তরফে জানানো হয়েছে, মুসলিমদের উৎসব ইদ-উল-ফিতরকে সীমিত ছুটি হিসেবে পালন করা হবে, কারণ ২৯ মার্চ ও ৩০ মার্চ সপ্তাহান্তের ছুটির দিন এবং ৩১ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের সমাপ্তির দিন।
advertisement
কংগ্রেস নেতা এবং NUH-র বিধায়ক আফতাব আহমেদ blen, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শাসক দল ভারতীয় জনতা পার্টির ‘মানসিকতাকে উন্মোচিত করেছে।’ ANI-র খবর, মুখ্যমন্ত্রী নায়াব সিং সৈনী বলেছেন, এই উপলক্ষকে সীমিত ছুটি করার বিষয়টি নিয়ে ‘কোনও ইস্যু করা উচিত নয়’। তিনি বলেন, ” এই প্রথম পর পর তিনটে ছুটি অর্থবর্ষের শেষে এসে পড়েছে। অর্থবছরের শেষে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে, তাই আমরা ইদ-উল-ফিতরকে সীমিত ছুটি হিসেবে ঘোষণা করেছি। কেউ যদি ছুটি নিতে চান, তাতে কোনও বাধা নেই…এই নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।”