TRENDING:

Red Fort closed: দিল্লিতে বি*স্ফো*রণের জের, আজ থেকে তিন দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা

Last Updated:
Delhi Car Blast: দিল্লিতে লাল কেল্লায় হামলার জেরের তিন দিন বন্ধ থাকবে লাল কেল্লা। ১১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে থেকে ১৩ নভেম্বর, বুধবার পর্যন্ত তিন দিনের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা।
advertisement
1/5
দিল্লিতে বি*স্ফো*রণের জের, আজ থেকে তিন দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা
দিল্লিতে লাল কেল্লায় হামলার জেরের তিন দিন বন্ধ থাকবে লাল কেল্লা। ১১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে থেকে ১৩ নভেম্বর, বুধবার পর্যন্ত তিন দিনের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা। সোমবার হামলার জেরে ১২ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন।
advertisement
2/5
ইতিহাসবিদ, পুলিশ আধিকারিক চিঠি পাঠিয়ে লাল কেল্লা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। চিঠিতে লেখা হয়েছে, তদন্তের স্বার্থে ১১/১১/২০২৫ থেকে ১৩/১১/২০২৫ পর্যন্ত তিন দিনের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হোক লাল কেল্লা। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীরা তিন দিন লাল কেল্লা দর্শন করতে পারবেন না।(Photo: AP)
advertisement
3/5
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ-সহ তদন্তের স্বার্থে ওই এলাকায় অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে চাইছে পুলিশ। কারা এই বিস্ফোরণ ঘটাল এই সঙ্গে সন্ত্রাস যোগ রয়েছে কি না তা নিয়ে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।(ছবি সৌজন্যে PTI)
advertisement
4/5
দিল্লি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, সেই ডঃ উমরের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণে সাদা হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন, যাতে কমপক্ষে নয়জন নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে লাল কেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণে জড়িত হুন্ডাই আই২০ গাড়িটি বিস্ফোরণের আগে প্রায় তিন ঘণ্টা ধরে দাঁড়িয়েছিল, দুপুর ৩:১৯ থেকে সন্ধ্যা ৬:৪৮ পর্যন্ত।(ছবি সৌজন্যে PTI)
advertisement
5/5
জানা গিয়েছে, জিএইচ নবি ভাটের ছেলে ডা. উমর উল নবি ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজে একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মা শামিমা বানু জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ডঃ উমর আরেক সন্দেহভাজন ডঃ আদিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গিয়েছে। (Photo: AP)
বাংলা খবর/ছবি/দেশ/
Red Fort closed: দিল্লিতে বি*স্ফো*রণের জের, আজ থেকে তিন দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল