TRENDING:

Bus Fire: দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত দগ্ধ ১০! তীর্থ সেরে ফেরার পথে হরিয়ানায় মর্মান্তিক পরিণতি

Last Updated:

Haryana Bus Fire: হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১০, আহত অসংখ‍্য ব‍্যক্তি। জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১০, আহত অসংখ‍্য ব‍্যক্তি। জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল।
দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত দগ্ধ ১০! তীর্থ সেরে ফেরার পথে হরিয়ানায় মর্মান্তিক পরিণতি
দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত দগ্ধ ১০! তীর্থ সেরে ফেরার পথে হরিয়ানায় মর্মান্তিক পরিণতি
advertisement

সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবন থেকে তীর্থযাত্রা সেরে বাসে ফিরছিল তীর্থযাত্রীরা। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে খবর।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানা ক‍্যালসিয়ামের ভাণ্ডার! হাড় মজবুতের সঙ্গেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস? ধারে কাছে ঘেঁষবে না কোলেস্টেরল

সূত্রের খবর অনুযায়ী, হরিয়ানা তাউরু জেলার নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। বাসে কমপক্ষে মহিলা এবং শিশু-সহ ৬৪ জন তীর্থযাত্রী ছিল বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায‍্যের উদ্দ‍্যেশ‍্যে এগিয়ে যান। ড্রাইভারকে বাস থামাতে বলা হয়। পুলিশকেও খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেই খবর। কিন্তু কীভাবে বাসে আগুন ধরল, তা এখনও বিশদে জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bus Fire: দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত দগ্ধ ১০! তীর্থ সেরে ফেরার পথে হরিয়ানায় মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল