আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও স্বাভাবিক না হলেও দেশে ডোমেস্টিক বা অন্তর্দেশীয় বিমান পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দাবি কেন্দ্রীয় বিমান মন্ত্রীর ৷ তাঁর মতে, দেশে এখন ৭০ শতাংশ বিমান চালানো সম্ভব হয়েছে ৷ ইতিমধ্যেই সেটা আরও বেড়ে ৮০ শতাংশ হতে চলেছে ৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বা তার এক-দু’সপ্তাহ পরে ফের প্রি-কোভিড সময়ের মতোই বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে দেশে ৷
advertisement
হরদীপ সিং পুরীর মতে, যখন দেশে অসামরিক বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ৷ তখন সেফটি প্রোটোকলগুলিও আরও বেশি মেনে চলা প্রয়োজন ৷ এব্যাপারে আরও কড়া ব্যবস্থা নিতে হবে ৷ সেই ব্যবস্থা চলছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2020 9:16 AM IST
