‘X’ (ট্যুইটারে)-এর একটি পোস্টে বছর চব্বিশের ওই যুবক লিখেছেন, ‘আমি মোটামুটি ঠিকঠাক ছেলে৷ ঠিকঠাক চাকরিবাকরি, শিক্ষিত৷ কিন্তু, গত তিন বছর ধরে কোনও ডেটিং অ্যাপেই আমায় কেউ পছন্দ করছিল না৷ মনে হয় দেখতে ওতটা ভাল নই বলে৷ কিন্তু, হঠাৎকরেই একটি ম্যাচ মিলে যায়৷ কথা বার্তা এগোয়৷ একসময় মেয়েটি আমাকে হুদা স্টেশনে দেখা করতে বলে৷’
advertisement
কিন্তু, ওই যুবকের সঙ্গে দেখা করতে যে মেয়েটি এসেছিল, তার কথাবার্তার সঙ্গে চ্যাটের চোস্ত ইংলিশ বলা, স্মার্ট মেয়েটা ঠিক খাপ খাচ্ছিল না৷ মেয়েটির জামাকাপড় অপরিষ্কার, কথাবার্তাও বেশ সন্দেহজনক৷
তাসত্ত্বও ছেলেটি ওই মেয়েটিকে কফি শপে যাওয়ার জন্য প্রস্তাব দেয়৷ পোস্টে ছেলেটি জানিয়েছে, এরপরেই মেয়েটি তাঁকে জানায়, সে ঘণ্টা প্রতি ৬ হাজার টাকা নিয়ে থাকে তার ‘ক্লায়েন্টদে’র কাছ থেকে৷ সব শুনে তো আকাশ থেকে পড়ে ওই যুবক!
আরও পড়ুন: আর মাত্র ২৫ কিলোমিটার, বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান! গোটা সফর দেখতে পাবেন সাধারণ মানুষও
বুঝতে পারে, সে আসলে ডেটিং অ্যাপে মধুচক্রীদের পাতা ফাঁদে পা দিয়েছে৷ সে ঘটনাস্থল থেকে চলে আসতে চাইলে মেয়েটি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেয়৷ ভরা স্টেশনে ছেলেটির হাত ধরে টেনে বলতে থাকে, তার সময়ের ‘দাম’ তাকে দিয়ে যেতেই হবে৷
অগত্যা, ওই যুবকটি তার কাছে থাকা যাবতীয় নগদ টাকা মেয়েটির হাতে তুলে দিয়ে রক্ষা পায়৷
নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে ডেটিং অ্যাপগুলিতে চলা এই সমস্ত চক্র সম্পর্ক সচেতন করেছেন ওই যুবক৷ সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে তাঁর পোস্ট৷ শেয়ার করেছেন এক সাংবাদিকও৷