আরও পড়ুন– মাসিক বেতন ছিল ১৮ হাজার টাকা, আফজল এখন ৪ কোটি টাকার মালিক ! ভাগ্য ফেরাল Dream11
সম্প্রতি গুরুগ্রামে এক কালো স্করপিও গাড়িতে থাকা কিছু বডি বিল্ডার একদল বাইক আরোহীকে নির্মমভাবে আক্রমণ করেন, ঘটনায় একজন বাইক আরোহী গুরুতর আহত হন বলেও জানা গিয়েছে। গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে দুই দলের মধ্যে রোড রেজের ঘটনার পর এই হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বডি বিল্ডাররা বাইক আরোহীদের বেসবল ব্যাট ব্যবহার করে মারধর করেছেন এবং একটি দুই চাকার গাড়ি ভাঙচুরও করেছেন। এক্স সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন বাইক আরোহী আক্রমণকারীদের কাছে ক্ষমা চাইছেন, তবুও তাঁরা তাঁকে মারধর করা থামাননি। গুরুগ্রাম পুলিশে এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চলছে।
advertisement
পুলিশ জানিয়েছে, রবিবার যখন একদল বাইক আরোহী অ্যাম্বিয়েন্স মল থেকে পতৌদির দিকে জলখাবার খেতে যাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। কালো স্করপিওতে থাকা কয়েকজন বডি বিল্ডার বাইক ওই আরোহীদের পিছু নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
বাসাই ভিলেজ ফ্লাইওভারে বাইক আরোহীরা থামার পর, স্করপিওটি পিছন থেকে এসে থামে, ভিতর থেকে চারজন লোক বেরিয়ে আসেন। এর সঙ্গে সঙ্গেই বেসবল ব্যাট দিয়ে বাইক আরোহীদের মারধর করা শুরু হয়ে যায়। কিছু বাইক আরোহী পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু একজন ধরা পড়েন এবং ব্যাট দিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মুখে দাড়ি, হাতে ট্যাটু এক ব্যক্তি বাইক আরোহীকে আক্রমণ করেছেন, যিনি ক্ষমা চাইছিলেন। লাল পোশাকের আরেক ব্যক্তিও বাইক আরোহীর হেলমেট ধরে তাঁকে মারধর করেন। বডি বিল্ডাররা এভাবে মারধর করলে এবং বাইক ভাঙচুর করলেও কেউই হস্তক্ষেপ করেননি।
গুরুগ্রামের সেক্টর ৩৭ থানায় ঘটনা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে যে অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।