TRENDING:

শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ

Last Updated:

Gurgaon Death: যে মেডিক্যাল বোর্ড তরুণীর ময়নাতদন্ত করেছে, সেই বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন তরুণীর মৃত্যুতে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরগাঁও : স্যুটকেসের ভিতর এক মহিলার নগ্ন দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য পড়ে গিয়েছিল গুরগাঁওয়ে৷ এ বার সেই ঘটনায় আরও তথ্য প্রকাশিত হল তদন্তে৷ মঙ্গলবার পুলিশ জানিয়েছে যে তরুণীর দেহ মিলেছে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে৷ যে মেডিক্যাল বোর্ড তরুণীর ময়নাতদন্ত করেছে, সেই বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন তরুণীর মৃত্যুতে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ময়নাতদন্তে জানানো হয়েছে শ্বাসরোধ করে হত্যার পর তরুণীর নিথর দেহ রাখা হয় স্যুটকেসে৷ পরবর্তী তদন্তে আরও ধোয়াঁশা কাটবে বলে মনে করা হচ্ছে৷ তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি৷ তদন্তকারীরা জানিয়েছেন মৃতার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে৷ পশ্চাদ্দেশে ক্ষতচিহ্ন আছে৷ সেগুলি পোড়ার ক্ষত বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন :  সঙ্গী ২ সশস্ত্র যুবক, গয়না, টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার জিনিস লুঠ করে শ্বশুরবাড়ি থেকে চম্পট নব বিবাহিতা তরুণীর

advertisement

আরও পড়ুন : রজার বিন্নি আসতেই এবার চেতন শর্মার চাকরিতে কাঁচি! বোর্ডের অন্দরে জোর ফিসফাস

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

প্রসঙ্গত মৃতার স্যুটকেসবন্দি দেহ পাওয়া যায় ইফকো চকের কাছে৷ মঙ্গলবার বিকেলে এক অটোরিকশ চালক পুলিশকে জানান ইফকো চত্বরে ঝোপের পাশে সন্দেহজনক স্যুটকেস মালিকানাহীন অবস্থায় পড়ে আছে দীর্ঘ ক্ষণ ৷ পরে ঘটনালস্থলে পুলিশ গিয়ে স্যুটকেস খুলে তরুণীর দেহ উদ্ধার করে৷ ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল