TRENDING:

Extra-Marital Relationship: ৪ বছর ধরে সহকর্মীর সঙ্গে পরকীয়া! গুজরাতে স্ত্রী ও ২ সন্তানকে নৃশংস খুন সরকারি কর্তার, দেহ মিলল বাড়ির জমিতেই

Last Updated:

Extra-Marital Relationship: পরকীয়ার কারণে স্ত্রী এবং দুই সন্তানকে খুনের অভিযোগ গুজরাতের বনবিভাগের এক কর্তার বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাবনগর: পরকীয়ার কারণে স্ত্রী এবং দুই সন্তানকে খুনের অভিযোগ গুজরাতের বনবিভাগের এক কর্তার বিরুদ্ধে৷ সূত্রের খবর, সহকর্মীর সঙ্গে গত প্রায় চার বছর ধরে বিবাহবর্হিভূত সম্পর্কে ছিলেন অভিযুক্ত অফিসার৷ অভিযোগ সেই সম্পর্কের জেরেই স্ত্রী এবং দুই শিশু সন্তানকে খুন করেছে৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷
৪ বছর ধরে সহকর্মীর সঙ্গে পরকীয়া! গুজরাতে স্ত্রী ও ২ সন্তানকে নৃশংস খুন সরকারি কর্তার, দেহ মিলল বাড়ির জমিতেই
৪ বছর ধরে সহকর্মীর সঙ্গে পরকীয়া! গুজরাতে স্ত্রী ও ২ সন্তানকে নৃশংস খুন সরকারি কর্তার, দেহ মিলল বাড়ির জমিতেই
advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্ত হলেন সহকারী বন সংরক্ষক (ACF) শৈলেশ খাম্বলা (৩৯)৷ পুলিশ সূত্রে খবর, বাসভবনের পেছনে গর্ত করে স্ত্রী এবং দুই সন্তানের মৃতদেহ পুঁতে রেখেছিল অভিযুক্ত৷ সেখান থেকেই উদ্ধার করা হয়েছে মৃতদেহ৷ ঘটনায় শৈলেশ খাম্বলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া মহিলা সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ যদিও খুনের সঙ্গে ওই মহিলার সরাসরি কোনও যোগ পাওয়া যায়নি৷

advertisement

আরও পড়ুন: সূর্য মঙ্গলের মহামিলনে আদিত‍্য মঙ্গল রাজযোগ! ‘২৬ সালের শুরুতেই কপাল খুলবে ৪ রাশির, নতুন বছরেই আকাশছোঁয়া হবে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

সূত্রের খবর, শৈলেশ খাম্বলা সম্প্রতি ভাভনগরে পোস্টিং পেয়েছিলেন৷ যদিও স্ত্রী স্ত্রী নয়না (৪০) এবং তাদের ১৩ এবং ৯ বছর বয়সী দুই সন্তান সুরাটে বসবাস করছিল৷ ভাভনগরে পুরো পরিবার গিয়েছিল ছোট ছুটি কাটাতে৷ কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সকলে৷ এরপরেই পরিবার এবং পরিজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়৷

advertisement

৫ নভেম্বর, খাম্বলা একটি অভিযোগ দায়ের করেন, দাবি করেন যে তার নিরাপত্তা রক্ষী দেখেছেন তার পরিবার একটি অটো-রিকশায় চলে যাচ্ছে যখন তিনি অনুপস্থিত ছিলেন। রক্ষী বিবৃতিতে স্বীকৃতি দেয় নি৷ জিজ্ঞাসাবাদের সময় খাম্বলার অস্বাভাবিক আচরণ দেখেই সন্দেহ হয় পুলিশের৷

advertisement

আরও পড়ুন: কোনও পরীক্ষা দিতে হবে না, আবেদনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি! অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত দেখে নিন

তদন্তকারীরা অভিযুক্ত বনকর্তার কল লিস্ট দেখে জানতে পারেন, খাম্বালা খাম্বলা ২ নভেম্বর তার বাড়ির পিছনে দুটি গর্ত খনন করার জন্য একজন জুনিয়র কর্মচারী গিরিশ ভানিয়াকে নির্দেশ দিয়েছিলেন বর্জ্য নিষ্পত্তির অজুহাতে। চার দিন পরে, ভানিয়াকে গর্তগুলি পূরণের জন্য একটি ডাম্পার ট্রাকের ব্যবস্থা করতে বলা হয়েছিল, খাম্বলা দাবি করেছিলেন যে একটি নীলগাই পড়ে গিয়েছিল এবং এটি ঢেকে রাখতে হবে। ১৬ নভেম্বর, পুলিশ একই গর্ত থেকে নয়না এবং দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। খাম্বলাকে শীঘ্রই হেফাজতে নেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের দুবরাজপুরে জ্বলন্ত ক্লাবের অগ্রহায়ণ কালীপুজোর থিম অপারেশন সিঁদুর
আরও দেখুন

জিজ্ঞাসাবাদের সময়, তিনি স্বীকার করেন, হত্যাকাণ্ডগুলি সাবধানে পরিকল্পিত ছিল। তিনি তার স্ত্রী এবং সন্তানদের একটি বালিশ দিয়ে শ্বাসরোধ করেছিলেন এবং তারপর তার স্ত্রীর ফোন ব্যবহার করে নিজেকে একটি বিভ্রান্তিকর বার্তা পাঠিয়েছিলেন যে তিনি অন্য কারও সঙ্গে থাকতে চলে গেছেন বলে দাবি করে এবং তারপর ডিভাইসটি এয়ারপ্লেন মোডে পরিবর্তন করেছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা সম্পর্কের অবনতির কারণেই এই খুন করেছেন অভিযুক্ত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Extra-Marital Relationship: ৪ বছর ধরে সহকর্মীর সঙ্গে পরকীয়া! গুজরাতে স্ত্রী ও ২ সন্তানকে নৃশংস খুন সরকারি কর্তার, দেহ মিলল বাড়ির জমিতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল