বৈঠকের শেষে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন রূপে ও ভীম অ্যাপ ব্যবহারকারীরা যদি এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল পোমেন্ট করেন তাহলে ২০শতাংশ জিএসটি ছাড় পাবেন তাঁরা ৷ প্রায় অঙ্কের বিচারে মিলবে ১০০ টাকা পর্যন্ত ছাড় ৷ ছাড়ের টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে ৷ তবে মাস্টার বা ভিসা কার্ডের মাধ্যমে যাঁরা ডিজিটাল পেমেন্ট করবেন তাঁদেরও দেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন : এ বার হরিয়ানা! গোরু চোর সন্দেহে গণপিটুনির বলি ১
একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই ছাড়ের ফলেই বছরে রাজকোষে প্রায় ১০০০ কোটি টাকা ঘটতির আশঙ্কা কর হচ্ছে ৷ এই ব্যায়বার কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করবে বলেও জানানো হয়েছে ৷ কেন্দ্রের আশা এই ডিজিটাল লেনদেন বাড়লে ভবিষ্যতে অর্থনৈতিক পরিকাঠামো জেরদার হবে ৷ মজবুত হবে অর্থনীতি ৷
আরও পড়ুন : Farooq Abdullah: ফারুক আবদুল্লার বাড়ির লবিতে অনুপ্রবেশ! পুলিশের গুলিতে মৃত ১
বৈঠক শেষে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন বিগত ১৩ মাস ধরে এমএসএসই সেক্টর বৈঠকে সহানুভূতিশীলতা প্রকাশ পেয়েছে ৷ সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিচার করা হয়েছে ৷ এক কথায় জিএসটির বৈঠককে সার্থক বলে মনে করেছেন তিনি ৷