আরও পড়ুন: ওমিক্রন আতঙ্ক! কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র দল পাঠাচ্ছে ১০ রাজ্যে
জিএসটি-র আধিকারিকরা জানিয়েছেন, কানপুরের ব্যাবসায়ী পীযূষ জৈনের মোট ১১টি আস্তানায় তাঁরা তল্লাশি চালিয়েছিলেন। এই স্থানগুলির মধ্যে মধ্যে বিভিন্ন ফ্যাক্টরি আউটলেট, অফিস, হিমঘর, পেট্রল পাম্প। শনিবার সকালে স্থানীয় এসবিআই-এর দফতরে এই সমস্ত স্থানগুলি থেকে ফের গিয়েছে মোট ১৯টি টাকা গোনার মেশিন। আহমেদাবাদের জিএসটি দফতরের ডিরেক্টর জেনারেল জানিয়েছিলেন, একটি বিশেষ সূত্রে খবর পেয়ে এ দিন হানা দেন দফতরের আধিকারিকরা। সেই সূত্র ধরেই তাঁরা ত্রিমূর্তি ফ্রেগন্যান্স প্রাইভেট লিমিটেড কোম্পানি, যাঁরা শিখর পানমশলা তৈরি করেন, তাঁদের দফতরে হানা দেন। পাশাপাশি কানপুরের গণপতি রোড ক্যারিয়ারের অফিসেও হানা দেন আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: পাকিস্তান এবং চিনের যুদ্ধবিমান আকাশে ওঠার আগেই তৈরি থাকবে ভারতের এই যোদ্ধা!
এই বছরই জুলাই মাসের শুরুতে তামিলনাড়ুতে এ ভাবেই বিশাল পরিমাণ নদগ টাকা উদ্ধার করে আয়কর দফতর। সেখানে উদ্ধার করা হয়প্রায় ১৬৩ কোটি টাকা। একটি রাস্তা নির্মাণের ঠিকাদার সংস্থার অফিস থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে আয়কর দফতর। উত্তরপ্রদেশের সেই ব্যাবসায়ী যুক্ত ছিলেন মদ ও নির্মাণ বাণিজ্যের সঙ্গে।
