পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ের সেক্টর ১০ অভিজাত এলাকা। এখানেই এনআরআই রমেশ মালহোত্রার বাড়ি। বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ তাঁর বাড়িতেই গ্রেনেড ছোঁড়া হয়। বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে চারদিক। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ।
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি অটোতে চেপে আসেন। তারপর সেক্টর ১০ এলাকার ‘হাউজ নম্বর ৫৭৫’-এর পাশে লুকিয়ে পড়েন। এটাই রমেশ মালহোত্রার বাড়ি। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই ওই ব্যক্তি অটোয় চেপে পালিয়ে যান। পুরোটাই ধরা পড়েছে সিসিটিভিতে।
বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের সুপার সুরেন্দ্র সিং যাদব, আইজি রাজকুমার, এসএসপি কানওয়ারদীপ কৌর-সহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা।
আরও পড়ুন: ভারতীয় রেলের আধুনিকরণের এই ইতিহাস জানেন কী? শুনলে গর্বিত হবেন গ্যারেন্টি
চণ্ডীগড় পুলিশের পিআরও দলবীর সিং বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সিএফএসএল টিমও এসেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’
বিস্ফোরণের সময় বাড়ির কর্তা বারান্দায় ছিলেন। তিনি সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তিকে স্বচক্ষে দেখেছেন বলে জানিয়েছে পুলিশ। সিনিয়র পুলিশ সুপার কানওয়ারদীপ কৌর বলেন, “অটোর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে।’’
পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বিস্ফোরণ স্থল থেকে তথ্য সংগ্রহ করেছেন। হাজির ছিল ডগ স্কোয়াডও। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, আধ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে চণ্ডীগড়ে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত মাসেও দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক এনআরআই-এর বাড়িতে ঢুকে পুরো পরিবারের সামনে তাঁকে গুলি করে খুন করেছিল। এই ঘটনারও তদন্ত চলছে।