আরও পড়ুন: ট্রুডোর সামনেই খালিস্তানি স্লোগান, কানাডার রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ প্রকাশ ভারতের
মঙ্গলবার জেডিএসের কোর কমিটির বৈঠকের শেষে দলের কোর কমিটি প্রেসিডেন্ট জানান, “আমরা প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে সিট-এর তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দলের সর্বভারতীয় সভাপতিকে বলব সিটের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত রেভান্নাকে সাসপেন্ড করতে।” একই কথা জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীও।
advertisement
ঠিক কী অভিযোগ প্রজ্বল রেবান্নার বিরুদ্ধে? প্রথম দফা ভোটের আগেই কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়ে, তাতেই নাম জড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বলের। ঘটনাচক্রে হাসান লোকসভা কেন্দ্রের জেডিএস প্রার্থী প্রজ্বল। বিষয়টি সামনে আসার পরেই হইচই পড়ে যায়, বিষয়টি সামনে আসার পরেই তদন্তের নির্দেশ দেন কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিষয়টি নিয়ে সিট গঠন করে সরকার। যৌন কেলেঙ্কারিতে নাম জড়ায় প্রজ্বলের পিতা রেবান্নারও।
জেডিএস এনডিএ জোটের অংশ হলেও এই যৌন কেলেঙ্কারির বিষয়ে সরব হয়েছেন বিজেপির এক নেতাও। তিনি দাবি করেন, তাঁর কাছে ৩০০০ অশ্লীল ভিডিয়ো রয়েছে, যেখানে এই যৌন কেলেঙ্কারিতে প্রজ্বলের জড়িত থাকার প্রমাণ রয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে জোট বেঁধে ২৫টি আসনে লড়ছে বিজেপি, ৩টি আসনে লড়ছে জেডিএস।