দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াগন আর গাড়িটিকে পরে রামগঙ্গা নদী থেকে তোলা হয়৷ চালক এবং গাড়ির আরোহী দুই ভাইকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে৷ স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে দুর্ঘটনার খবর দেন৷ আঞ্চলিক সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছরের বর্ষায় বন্যার জলে ধসে পড়ে সেতুর একাংশ৷ কিন্তু জিপিএস-এ সেই তথ্য আপডেট করা হয়নি৷ পরিণামে চালক বিপদ না জেনেই গাড়িটি চালিয়ে সেতুতে ওঠেন৷
advertisement
আরও পড়ুন : গত ছয় দশকেও ঘটেনি, বিধানসভা ভোটে এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রে! প্রবল চাপে বিরোধীরা
দুর্ঘটনায় নিহত দুই ভাই বিবেক কুমার এবং অমিত ফারুকাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ মৃত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে৷ নিহতদের পরিজনরা তোপ দেগেছেন প্রশাসনের উপর৷ তাঁদের আর্জি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কর্তব্যে গাফিলতিতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক৷ প্রশাসনিক আধিকারিক আশুতোষ শিবম বলেন সেতুটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলে বা সেরকম কোনও বোর্ড সেতুর মুখে থাকলে আজ এই দুর্ঘটনা এড়ানো যেত৷