পুল কার পরিষেবার ক্ষেত্রে মহিলাদের নিজের সহযাত্রী বেছে নেওয়ার সুবিধে দেওয়ার কথা ভাবছে সরকার। শীঘ্রই ওলা-উবর সহ ভারতে ব্যবসা করছে এমন অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহণ মন্ত্রক। সেখানে শুধু মাত্র মহিলাদের বিশেষ পুলকার অর্থাৎ শেয়ার ক্যাব পরিষেবা দেওয়ার প্রস্তাব রাখা হবে অ্যাপ ক্যাব সংস্থাগুলির সামনে। অর্থাৎ এবার থেকে অ্যাপ ক্যাবে মিলতে চলেছে Exclusive women pooling অপশন। তবে কিভাবে অপশনটি মহিলারা ব্যবহার করবেন তা এখনও নির্দিষ্ট নয়।
advertisement
আরও পড়ুন
ঐতিহ্য ও প্রাচীন সম্পত্তি রক্ষায় উদ্যোগ, কর্মী নিয়োগ করছে রেল
শেয়ার ক্যাব নিয়ে মহিলাদের যাতে কোনও অসম্মানজনক বা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয় তার জন্য সহযাত্রী বাছাইয়ের বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গান্ধি। একইসঙ্গে অ্যাপ ক্যাবের চালকদের ব্যবহার নিয়ে একের পর এক অভিযোগ ওঠায় চালক বাছাইয়ের ক্ষেত্রে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে সতর্ক করেছে পরিবহণ মন্ত্রক।