ফের বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে রেল, জেনে নিন অ্যাপ্লাই করবেন কীভাবে

Last Updated:
#নয়াদিল্লি: দূরে কালো কালো ধোঁয়া ছেড়ে ছুটে কু-ঝিক ঝিক শব্দে ছুটে যাচ্ছে রেলগাড়ি। কাশবনের মধ্যে দিয়ে দৌড়ে এসে মাঠের পাশে দাঁড়িয়ে অবাক চোখে সে দৃশ্য দেখছে দুই ভাই- বোন। কালের নিয়মে হারিয়ে গিয়েছে ভারতে ট্রেনের প্রথম যুগ- স্টিম ইঞ্জিন। তার জায়গা নিয়েছে একের পর এক আধুনিক ট্রেন। কাজ থেকে অবসর মিললেও মুছে যায়নি পরিচয়। অতীতের গর্ব নিয়ে রেলের মিউজিয়াম আলো করে রয়েছে ভারতীয় রেলের পুরনো স্টিম ইঞ্জিনগুলি। এগুলির মতোই স্টেশনের পুরনো ঘড়ি, পুরনো দিনের সিগন্যাল, পুরনো ট্রেনের ঐতিহ্যবাহী কামরা, রেলের একাধিক শতাব্দী প্রাচীন অবসরপ্রাপ্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এই সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জনয অবসরপ্রাপ্ত কর্মীদেরই পুনর্নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলের ভান্ডারে থাকা বিপুল সংখ্যক ঐতিহ্যবাহী ও প্রাচীন সম্পত্তিগুলির রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও যথাযথ যত্নের কাজে নিজেদের প্রাক্তন কর্মীদেরই পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত, ৬৫ বছরের কম বয়সী কর্মীদের হাতে ঐতিহ্যবাহী সম্পত্তিগুলির রক্ষণাবেক্ষণের ও হাল ফেরানোর দায়িত্ব তুলে দিতে চায় রেল। সূত্রের খবর, এর জন্য দৈনিক ১২০০ টাকা বেতন ছয় মাসের চুক্তিতে পুরনো ইচ্ছুক কর্মচারীদের পুনর্নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সম্পত্তির দেখভালের দায়িত্বে নিযুক্ত হবেন অবসরপ্রাপ্তরাই।
advertisement
আরও পড়ুন
advertisement
অন্যদিকে, রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি বিপুল পরিমাণ নিয়োগপত্র জমা পড়ায় পরীক্ষা কবে নেওয়া হবে সেই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ মে মাসের মাঝামাঝি হয়ে গেলেও এখনও ঘোষিত হয়নি পরীক্ষার কোনও সূচি ৷ অথচ রেলের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এপ্রিল-মে মাস নাগাদ হবে রেলের কম্পিউটার বেসড টেস্ট ৷
advertisement
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, অগাস্ট মাস নাগাদ বিভিন্ন তারিখে নেওয়া হতে পারে পরীক্ষা ৷ জুলাই মাস নাগাদ অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের কাছে পাঠানো শুরু হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে রেল, জেনে নিন অ্যাপ্লাই করবেন কীভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement