ব্যক্তি পেশায় সরকারি হাসপাতালের একজন কম্পাউন্ডার। সোমবার হঠাৎ করেই জগদৌড়ের কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে যান স্থানী বিজেপি এমএলএ প্রেম সাগর প্যাটেল। তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা নিয়ে সম্প্রতি বেনিয়মের অভিযোগ ওঠে, তার খবর পেয়েই সেখানে পরিদর্শনে যান স্থানীয় বিজেপির এমএলএ।
আরও পড়ুন: আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের
advertisement
স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি দেখেন অভিযুক্ত কম্পাউন্ডার ২ টাকার বদলে ৩ টাকা নিচ্ছেন রোগীর পরিবারদের থেকে। সেই এমএলএ-র পরিদর্শনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিদর্শনে গিয়ে প্রেম সাগর প্যাটেল কথা বলেন রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে, সেখানে তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন।
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির বিধায়ক অভিযুক্ত ফার্মাসিস্টকে প্রশ্ন করেন কেন, “কোন সাহসে গরীব মানুষদের থেকে ১ টাকা করে বেশি নিচ্ছেন?” এর পরেই অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করেন কর্তৃপক্ষ।