TRENDING:

Goa Nightclub Fire: 'সব ধরনের সাহায্য করব', গোয়াকাণ্ডে অবশেষে মুখ খুললেন নৈশক্লাবের পলাতক মালিক, জারি 'লুক-আউট' নোটিস

Last Updated:

নৈশক্লাবের মালিক নিখোঁজ ছিলেন, তাঁর খোঁজে তল্লাশি জারি ছিল। অবশেষে নিজেই মুখ খুললেন নাইটক্লাবের মালিক ও চেয়ারম্যান সৌরভ লুথরা। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লুথরা বলেন, এই মর্মান্তিক ঘটনায় কর্তৃপক্ষ “ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত”, নিহতদের পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়া: শনিবার রাতে গোয়ার নাইটক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আগেই গ্রেফতার হয়েছে ক্লাবের জেরালেল ম্যানেজার। নৈশক্লাবের মালিক নিখোঁজ ছিলেন, তাঁর খোঁজে তল্লাশি জারি ছিল। অবশেষে নিজেই মুখ খুললেন নাইটক্লাবের মালিক ও চেয়ারম্যান সৌরভ লুথরা। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লুথরা বলেন, এই মর্মান্তিক ঘটনায় কর্তৃপক্ষ ”ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত”, নিহতদের পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা।
Left) Manager Bharat Singh Kohli, Chairman of Romeo Lane, Birch , Saurabh Luthra (Right)
Left) Manager Bharat Singh Kohli, Chairman of Romeo Lane, Birch , Saurabh Luthra (Right)
advertisement

নাইটক্লাবের মালিক ও চেয়ারম্যান সৌরভ লুথরা আশ্বস্ত করেছেন, নৈশক্লাব কর্তৃপক্ষের তরফে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য ও সমর্থন করা হবে। লুথরা আরও জানান, এই দুর্ঘটনাজনিত শোক ও মানসিক আঘাতের সময় ক্লাব কর্তৃপক্ষ নিহতদের পরিবার ও আহতদের পাশে অটুটভাবে রয়েছে।

উল্লেখ্য, ক্লাবের মালিকের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছে।

অন্যদিকে, গোয়ায় নাইটক্লাবে অগইকাণ্ডের ঘটনায় পঞ্চম গ্রেফতারি গোয়া পুলিশের। দিল্লি থেকে গ্রেফতার করা হয় ক্লাবের ম্যানেজার ভরতকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়া আনা হয়েছে। জানা যায়, ক্লাবের নিত্যদিনের কাজকর্মের দেখভাল করতেন ভরতই। তিনি দিল্লির সব্জি মণ্ডির পঞ্জাব বস্তির বাসিন্দা।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এই নৈশক্লাবের জন্য স্থানীয় পঞ্চায়েত ২০২৩ সালে একটি লাইসেন্স জারি করেছিল। কিন্তু ক্লাব চালানোর অনুমতি দেওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া বাধ্যতামূলক, সেগুলো এখনও নিখোঁজ। তদন্তকারীরা জানান, ওই নৈশক্লাবে অগ্নি নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও দমকলের তরফে ছাড়পত্রও (এনওসি) ছিল না।

advertisement

আরও পড়ুন:গোয়ায় নৈশক্লাবে জ্বালানো বাজি থেকেই স্ফুলিঙ্গ ছিটকে অগ্নিকাণ্ড, ক্লাবের অন্দরের নয়া ভিডিও উড়িয়ে দিল সিলিন্ডার বিস্ফোরণের দাবি

আরও পড়ুন:গোয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, নৈশক্লাবে অগ্নি নিরাপত্তা লঙ্ঘন, ছিল না দমকলের ছাড়পত্রও, গ্রেফতার ক্লাবের জেনারেল ম্যানেজার

কিন্তু কীভাবে আগুন লাগল নৈশক্লাবে? সেই ইঙ্গিতই মিলল ঘটনার দিন ক্লাবের ভিতরের একটি ভিডিও ফুটেজ থেকে। সোমবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা যাচ্ছে, বেলি ড্যান্স ও লাইভ মিউজিক পারফরম্যান্স চলাকালীন একটি বৈদ্যুতিক বাজি জ্বালানো হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বাঁশ দিয়ে ক্লাবের ছাদে গিয়ে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়ে উপরের কাঠের কাঠামো জুড়ে। রবিবার প্রকাশ্যে এসেছিল নেশক্লাবের অন্য একটি কোণ থেকে তোলা ফুটেজ। সেই ভিডিওতেও দেখা গিয়েছিল, একটি ইলেকট্রনিক ফায়ারক্র্যাকার থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ থেকেই ক্লাবের ভিতরে থাকা অস্থায়ী জিনিসপত্রে আগুন ধরে যায়। সোমবার যে ভিডিও ফুটেজ সামনে আসে, সেই ফুটেজও রবিবারের ভিডিও ফুটেজের সঙ্গে হুবহু মিলে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে নৈশক্লাবে। কিন্তু রবিবার ও সোমবার যে ফুটেজ সামনে আসে, তা সিলিন্ডার বিস্ফোরণের প্রাথমিক দাবিকে উড়িয়ে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার খাদ্য মেলায় দারুণ চকম! গৃহবধূদের জন্য 'আমি দিদি নং ওয়ান' কন্টেস্টের আয়োজন
আরও দেখুন

ক্লাবটির অভ্যন্তরীন সাজসজ্জায় ব্যবহৃত হয়েছিল বাঁশের পাত, তালপাতা এবং অন্যান্য দাহ্য উপকরণ। ক্লাবের কর্মীদের মতে, সেখানকার সব আসবাব ছিল কাঠের। কাঠামোও ছিল কাঠের। তদন্তকারীদের অনুমান, সেই কারণেই আগুন আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। নিমেষে জতুগৃহে পরিণত হয় নৈশক্লাব। তদন্তকারীদের মতে, ছাদে আগুনের স্ফুলিঙ্গ লাগার নিমেষের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার সপ্তাহান্তের দিন, উপচে পড়া ভিড়, রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ ভিড়ে ঠাঁসা নাইটক্লাব। একের পর এক গান বাজাচ্ছেন ডিজে। চলছে উদ্দাম নাচ। নিমেষেই মৃত্যুফাঁদে পরিণত হয় নৈশক্লাব।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Goa Nightclub Fire: 'সব ধরনের সাহায্য করব', গোয়াকাণ্ডে অবশেষে মুখ খুললেন নৈশক্লাবের পলাতক মালিক, জারি 'লুক-আউট' নোটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল