TRENDING:

Congress Shashi Tharoor Conflict: বৈঠকে গরহাজির, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে শশী থারুরের? কেরলে ভোটের আগে জোর জল্পনা

Last Updated:

থারুরের ঘনিষ্ঠ সূত্রে খবর, সেদিন ওই অনুষ্ঠানের মঞ্চে তাঁর জন্য যে আসন বরাদ্দ করা হয়েছিল, তাতেই ক্ষুব্ধ হন কেরলের সিনিয়র কংগ্রেস নেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরলে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে কি দলের সিনিয়র নেতা শশী থারুরের দূরত্ব আরও বাড়ছে? সেই সম্ভাবনাই ক্রমশ প্রবল হচ্ছে৷ কারণ এবার নির্বাচনী রণকৌশল ঠিক করতে দিল্লিতে দলের হাইকম্যান্ডের ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন না থারুর৷ শোনা যাচ্ছে রাজ্য এবং সর্বভারতীয় স্তরে দলীয় নেতৃত্বের উপরে ক্ষুব্ধ থারুর৷
কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে থারুরের৷
কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে থারুরের৷
advertisement

সূত্রের খবর, সম্প্রতি গত ১৯ জানুয়ারি কোচিতে কেরল প্রদেশ কংগ্রেস কমিটির মহা পঞ্চায়েতে রাহুল গান্ধির উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, তাতেই সিনিয়র এই কংগ্রেস নেতা ক্ষুব্ধ৷ তাঁর রাগ মূলত বিরোধী দলনেতা রাহুল গান্ধির উপরেই বলে কংগ্রেস সূত্রে খবর৷

থারুরের ঘনিষ্ঠ সূত্রে খবর, সেদিন ওই অনুষ্ঠানের মঞ্চে তাঁর জন্য যে আসন বরাদ্দ করা হয়েছিল, তাতেই ক্ষুব্ধ হন কেরলের সিনিয়র কংগ্রেস নেতা৷ দলের রীতি ভঙ্গ করে সেদিন মঞ্চে নেতাদের বসার আসন বরাদ্দ করা হয় বলে অভিযোগ৷

advertisement

অভিযোগ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হওয়া সত্ত্বেও মঞ্চের একেবারে পিছন দিকে শশী থারুরের জন্য আসন বরাদ্দ করা হয়৷ ওই সূত্রের আরও দাবি, আগে থেকেই অন্যান্য নেতাদের জানিয়ে দেওয়া হয়, ওই সভায় রাহুল গান্ধিই একমাত্র দীর্ঘ বক্তব্য রাখবেন৷ তাই অন্যান্য নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পরামর্শ দেওয়া হয়েছিল৷

থারুরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দলের নির্দেশ অনুযায়ীই নিজের সংক্ষিপ্ত বক্তব্য তৈরি করে নিয়ে যান থারুর৷ কিন্তু সেই অনুষ্ঠানে রাহুল গান্ধির ভাষণের পরেও দলের আরও অনেক নেতাই ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ তাতেই আরও চটেন থারুর৷

advertisement

তার উপরে সেদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি দলের অনেক নেতার নাম নিলেও শশী থারুরের নাম উচ্চারণ করেননি৷ দলের শীর্ষ নেতার এই আচরণেও অসন্তুষ্ট হন থারুর৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরোহিতের বদলে এবার এআই করল বাগদেবীর আরাধনা! ঘটনা সারা ফেলে দিল সীমান্ত শহরে
আরও দেখুন

তবে কংগ্রেস হাইকম্যান্ড অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে কোনও ভাবেই শৃঙ্খলাভঙ্গ এবং দলের অভ্যন্তরীণ কোনও বিষয় কেউ প্রকাশ্যে নিয়ে এলে বরদাস্ত করা হবে না৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে রাহুল গান্ধি, কে সি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অম্বিকা সোনিদের মতো সিনিয়র নেতাদের নিয়ে হওয়া বৈঠকের পরই এই বার্তা দেওয়া হয়৷ কে সি বেণুগোপাল পরে সাংবাদিকদের জানান, দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে অথবা সমাজমাধ্যমে কোনও বক্তব্য না রেখে দলের মধ্যেই বিষয়গুলি জানানোর জন্য দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Congress Shashi Tharoor Conflict: বৈঠকে গরহাজির, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে শশী থারুরের? কেরলে ভোটের আগে জোর জল্পনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল