এ দিন প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পার্রীকর প্রসঙ্গে সাওয়ান্ত বলেন, 'এই গুরুদায়িত্ব পালন করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব৷ পার্রীকরজির মতো উচ্চতায় হয়তো নিজেকে নিয়ে যেতে পারব না৷ কিন্তু নিজের সেরাটা দেব৷' কিন্তু গোয়ার মতো একটি ছোট রাজ্যে ২ জন উপমুখ্যমন্ত্রী কেন? তাতে প্রমোদের উত্তর, জোটের বাধ্যবাধকতার জেরেই এই সিদ্ধান্ত৷
advertisement
মনোহর পার্রীকরের মৃত্যুর পর গোয়ায় কংগ্রেস সরকার গড়ার দাবি করে৷ ক্ষমতা যাতে চলে না যায়, বিজেপি-ও চেষ্টার কসুর করেনি৷ গোয়ার নতুন সরকারে ২ জন উপমুখ্যমন্ত্রী৷ কারণ, দুটি ছোট দল বিজেপি-কে সমর্থন করছে৷ সেি দুই দলের নেতাকেই উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হয়েছে৷ এছাড়াও মন্ত্রিসভায় ৯ জন মন্ত্রী থাকছেন৷
প্রমোদ সাওয়ান্তের সঙ্গে গোয়ায় মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷ বিজেপি-র বৈঠকে সর্বসম্মত ভাবে প্রমোদকেই নির্বাচিত করা হয়৷