৪০ আসনের গোয়া বিধানসভায় ২০১৭ সালে কংগ্রেস ১৭ টি আসনে জিতেছিল। পাঁচ বছরে অনেক কিছুরই বদল ঘটেছে ৷ আজ পানাজি ও মারগাঁও শহরে গোয়ার ৪০ আসনের ফল গণনা হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। মাত্র ৪০টি বিধানসভা আসনের ছোট রাজ্য হলেও গোয়ায় রাজনৈতিক ছবিটা গত কয়েক বছর ধরেই বেশ জটিল ৷ সে রাজ্যে কয়েক দশক ধরে বিজেপি এবং কংগ্রেসের মতো বড় দলগুলি লড়াই চালালেও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টির মতো ছোট দলগুলিও ধীরে ধীরে উঠে এসেছে ৷ এ বছর গোয়া বিধানসভা নির্বাচনে লড়াইয়ে আছে তৃণমূলও কংগ্রেসও ৷
advertisement
আরও পড়ুন-ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন
১৯৬১ সালে পর্তুগীজদের থেকে স্বাধীন হওয়ার পর গোয়া ১৩ জন মুখ্যমন্ত্রী এবং ২৪টি সরকারকে পেয়েছে ৷ গত ছয় দশকে এই রাজ্যে পাঁচ বার রাষ্ট্রপতি শাসনও জারি হয়েছে ৷ গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি, বৈপ্লবিক গোয়ান পার্টি, কেজরিওয়ালের আপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবারের নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷