TRENDING:

সবই জানত বাবা...! চিপসের লোভ দেখিয়ে ৭ বছরের মেয়েকে পাশবিক অত্যাচার...ধর্ষণ! অবশেষে সাজা, কী রায় দিল আদালত?

Last Updated:

Delhi News: রাজেন্দ্র আগেও এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। সেই মামলায় জামিনে মুক্তি পেয়েই ফের এক শিশুকে শিকার বানিয়ে হত্যা করে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: চিপস দেওয়ার নাম করে ৭ বছরের এক শিশুকন্যাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছিল রাজেন্দ্র ওরফে সতীশ। নৃশংস এই ঘটনায় দিল্লির তিস হাজারি আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল। একইসঙ্গে, অপরাধে মদত দেওয়ার দায়ে তার বাবা রামশরণকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
৯ ফেব্রুয়ারি ২০১৯ সালে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দুই দিন পর পার্ক থেকে তার দেহ উদ্ধার হয়, হাত-পা বাঁধা অবস্থায় ছিল সে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য—২৭ বছর বয়সি রাজেন্দ্র শিশুটিকে অপহরণ করে যৌন নির্যাতন চালিয়ে খুন করে। প্রতীকী ছবি।
৯ ফেব্রুয়ারি ২০১৯ সালে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দুই দিন পর পার্ক থেকে তার দেহ উদ্ধার হয়, হাত-পা বাঁধা অবস্থায় ছিল সে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য—২৭ বছর বয়সি রাজেন্দ্র শিশুটিকে অপহরণ করে যৌন নির্যাতন চালিয়ে খুন করে। প্রতীকী ছবি।
advertisement

আপনার প্রস্রাবে কি ‘ফেনা’ হয়? শরীরে কী হয়ে আছে জানেন…? এড়িয়ে গেলে কী বিপদ হবে? জেনে নিন!

মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!

৯ ফেব্রুয়ারি ২০১৯ সালে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দুই দিন পর পার্ক থেকে তার দেহ উদ্ধার হয়, হাত-পা বাঁধা অবস্থায় ছিল সে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য—২৭ বছর বয়সি রাজেন্দ্র শিশুটিকে অপহরণ করে যৌন নির্যাতন চালিয়ে খুন করে।

advertisement

প্রতীকী ছবি।

তিস হাজারি আদালত ২৮ ফেব্রুয়ারি (২০২৫) এই মামলার রায় ঘোষণা করে। দোষী রাজেন্দ্রকে ভারতীয় দণ্ডবিধির দুটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অপরাধে সহায়তা করায় তার বাবা রামশরণকে কঠোর পরিশ্রম-সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

advertisement

রাজধানী এক্সপ্রেসে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, ‘কই টিকিটটা…?’ তারপর যা হল, সবাই স্তম্ভিত!

আপনার সন্তানের মধ্যে কি এই ‘লক্ষণগুলো’ দেখা যাচ্ছে? ‘হার্ট অ্যাটাক’ও হতে পারে…! একেবারেই উপেক্ষা করবেন না!

রাজেন্দ্র আগেও এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। সেই মামলায় জামিনে মুক্তি পেয়েই ফের এক শিশুকে শিকার বানিয়ে হত্যা করে সে। দিল্লি পুলিশ আদালতে সেই তথ্যপ্রমাণ পেশ করে এবং তার জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। বিচারক ববিতা পুনিয়া রায়ে বলেন, “প্রথম অপরাধের পর যদি বাবা ছেলেকে শাসন করত, সঠিক-ভুলের শিক্ষা দিত, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শিশুদের বিরুদ্ধে অপরাধে কঠোর শাস্তির দৃষ্টান্ত হয়ে থাকল এই রায়।

বাংলা খবর/ খবর/দেশ/
সবই জানত বাবা...! চিপসের লোভ দেখিয়ে ৭ বছরের মেয়েকে পাশবিক অত্যাচার...ধর্ষণ! অবশেষে সাজা, কী রায় দিল আদালত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল