আপনার প্রস্রাবে কি ‘ফেনা’ হয়? শরীরে কী হয়ে আছে জানেন…? এড়িয়ে গেলে কী বিপদ হবে? জেনে নিন!
মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!
৯ ফেব্রুয়ারি ২০১৯ সালে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দুই দিন পর পার্ক থেকে তার দেহ উদ্ধার হয়, হাত-পা বাঁধা অবস্থায় ছিল সে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য—২৭ বছর বয়সি রাজেন্দ্র শিশুটিকে অপহরণ করে যৌন নির্যাতন চালিয়ে খুন করে।
advertisement
প্রতীকী ছবি।
তিস হাজারি আদালত ২৮ ফেব্রুয়ারি (২০২৫) এই মামলার রায় ঘোষণা করে। দোষী রাজেন্দ্রকে ভারতীয় দণ্ডবিধির দুটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অপরাধে সহায়তা করায় তার বাবা রামশরণকে কঠোর পরিশ্রম-সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজেন্দ্র আগেও এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। সেই মামলায় জামিনে মুক্তি পেয়েই ফের এক শিশুকে শিকার বানিয়ে হত্যা করে সে। দিল্লি পুলিশ আদালতে সেই তথ্যপ্রমাণ পেশ করে এবং তার জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। বিচারক ববিতা পুনিয়া রায়ে বলেন, “প্রথম অপরাধের পর যদি বাবা ছেলেকে শাসন করত, সঠিক-ভুলের শিক্ষা দিত, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না।”
শিশুদের বিরুদ্ধে অপরাধে কঠোর শাস্তির দৃষ্টান্ত হয়ে থাকল এই রায়।