TRENDING:

স্কুটারে বসা মেয়েদের গায়ে হাত, নিজেদের 'ইজ্জত' বাঁচিয়ে প্রাণপন পালানোর চেষ্টা! পেট্রোল পাম্পে ঢুকতেই যা হল...ধরা পড়ল CCTV-তে

Last Updated:

দুঙ্গারপুর জেলার সাগওয়ারা থানা এলাকায় একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে। কলেজ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে থাকা তিনজন ছাত্রীকে পথে দুই বাইক আরোহী যুবক লাঞ্ছিত করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুঙ্গারপুর: যত দিন যাচ্ছে, নারী নিগ্রহের ঘটনা ততই যেন বেড়ে চলেছে। দেশের কোনও প্রান্তেই মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত, তাঁদের নিগ্রহ তথা লাঞ্ছনার ভয় নেই, এমন কথা জোর দিয়ে বলা যাবে না। কখনও কখনও নিগ্রহের পর তাঁদের হত্যা করে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়, পরিবার ন্যায়বিচারের আশায় এক আদালত থেকে অন্য। আদালতে মাথা কুটে মরে। জনতা প্রতিবাদে মুখর হয়, পথে নামে ক্ষোভে। কিন্তু পরিস্থিতি বদলায় না কোথাওই! দুঙ্গারপুরের ঘটনা সে কথাই নতুন করে প্রমাণ করল।
News18
News18
advertisement

দুঙ্গারপুর জেলার সাগওয়ারা থানা এলাকায় একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে। কলেজ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে থাকা তিনজন ছাত্রীকে পথে দুই বাইক আরোহী যুবক লাঞ্ছিত করে। ঘটনাটি ঘটেছে সাগওয়ারা-উদয়পুর রাজ্য মহাসড়কের মাভিতা গ্রামের কাছে এবং এর সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।

কী ঘটেছে – পাড়োয়া গ্রামের তিন ছাত্রী সাগওয়ারার একটি বেসরকারি কলেজে পরীক্ষা দিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। মাভিতা গ্রামের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বাইকে থাকা দুই যুবক তাঁদের পিছু নিতে শুরু করে। অভিযুক্ত যুবকেরা অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে এবং পিছনে বসে থাকা মেয়েটির শ্লীলতাহানি চেষ্টা করতে শুরু করে। মেয়েরা প্রতিবাদ করলেও যুবকরা থামেনি। তারা পুরো পথ জুড়ে মেয়েদের ভয় দেখানোর এবং হুমকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু, স্কুটি চালানো ছাত্রীটি বুদ্ধিমানের কাজ করেন এবং স্কুটিটি পাশের পাদরা মোড়ে অবস্থিত পেট্রোল পাম্পের দিকে ঘুরিয়ে দেন।

advertisement

আরও পড়ুনLDL Cholesterol: ২০ বছর থেকেই সতর্ক থাকুন! কোন বয়সে কত LDL লেভেল পারফেক্ট, জেনে নিজের diet chart বানান

পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের হামলা – পেট্রোল পাম্পে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মেয়েরা সাহায্যের জন্য আবেদন করেন। সেখানে উপস্থিত কর্মী এবং স্থানীয় লোকজনও তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। এদিকে, দুর্বৃত্তরা সেখানে পৌঁছেও গালিগালাজ এবং মারামারি শুরু করে। কিন্তু, ভিড় জমে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যায়।

advertisement

সিসিটিভির প্রমাণ -এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পেট্রোল পাম্পে রেকর্ড করা হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, অভিযুক্ত যুবকরা কীভাবে স্কুটির কাছে এসে গালিগালাজ এবং মারামারি শুরু করে। ফুটেজ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

পুলিশ তদন্ত শুরু করেছে – ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে সাগওয়ারা পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তদের সনাক্ত করা হচ্ছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
স্কুটারে বসা মেয়েদের গায়ে হাত, নিজেদের 'ইজ্জত' বাঁচিয়ে প্রাণপন পালানোর চেষ্টা! পেট্রোল পাম্পে ঢুকতেই যা হল...ধরা পড়ল CCTV-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল